HomeTech Newsভারতে কেন ব্যান Garena Free Fire, কেন্দ্রের কাছে জানতে চায় সিঙ্গাপুরের সরকার

ভারতে কেন ব্যান Garena Free Fire, কেন্দ্রের কাছে জানতে চায় সিঙ্গাপুরের সরকার

ভারতে জনপ্রিয় গেমিং অ্যাপ Garena Free Fire ব্যানের ঘটনায় উদ্বেগ প্রকাশ করলো সিঙ্গাপুর সরকার। সিঙ্গাপুর ভিত্তিক Sea গ্রুপ এই গেমের প্রস্তুতকারক হওয়ার ফলে সেদেশের এহেন আচরণ বলে মনে করা হচ্ছে। সেদিক থেকে দেখতে গেলে ভারত সরকারের Free Fire ব্যানের সিদ্ধান্ত ইতিমধ্যেই সী গ্রুপের ব্যাপক বাণিজ্যিক ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। ফলত এই অবস্থায় দেশীয় সংস্থার পাশে থাকতে চাইছে সিঙ্গাপুর। সী গ্রুপের দ্বারা নির্মিত হলেও ভারত সরকার কেন অযথা Free Fire -কে চীনা অ্যাপের তালিকাভুক্ত করেছে, সে প্রশ্নেরও জবাব খুঁজছে তারা।

ভারতে Garena Free Fire ব্যানের ফলে মাত্র একদিনে বিপুল ক্ষতির সম্মুখীন Sea গ্রুপ

উল্লেখ্য, সংবাদ সংস্থা রয়টার্সের তুলে ধরা একটি রিপোর্টের মতে, ফ্রি ফায়ার ব্যানের ফলে মাত্র একদিনে গেমটির প্রস্তুতকারক সংস্থার বাজারমূল্য ১৬ বিলিয়ন মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ১,২১,২১০ কোটি টাকা) হ্রাস পেয়েছে! এই ধাক্কায় পুরোপুরি কাবু সংস্থায় বিনিয়োগকারীরা। এর ফলে তারা ভারতে সদ্য লঞ্চ হওয়া তাদের Shopee নামক ই-কমার্স অ্যাপের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন।

পরিচয় প্রকাশে অনিচ্ছুক দুই সংবাদদাতা রয়টার্সকে জানিয়েছেন, চীনা অ্যাপ্লিকেশন না হওয়া সত্ত্বেও কেন ভারতের কেন্দ্রীয় সরকার ফ্রি ফায়ার নিষিদ্ধ করেছে তা নিয়ে সিঙ্গাপুরের তরফে প্রশ্ন করা হয়েছে। কোনো অনিচ্ছাকৃত ভুলের কারণে গেমিং অ্যাপটিকে শাস্তির কোপে পড়তে হয়েছে কিনা সেটাও তারা জানতে চেয়েছেন। এছাড়া প্রকাশিত সংবাদ অনুযায়ী, ফ্রি ফায়ার ব্যানের সাম্প্রতিক সিদ্ধান্তের পেছনে পররাষ্ট্র মন্ত্রণালয় ছাড়াও দেশের তথ্যপ্রযুক্তি মন্ত্রকের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

প্রসঙ্গত জানিয়ে রাখি, চলতি মাসেই ভারত সরকার ফ্রি ফায়ার সহ মোট ৫৪টি অ্যাপ্লিকেশনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। এদের বিরুদ্ধে প্রধান অভিযোগ, ব্যবহারকারীদের অলক্ষ্যেই এরা তাদের জরুরি তথ্য চীনে সরবরাহ করছিল। এগুলি মূলত চীনা অ্যাপ। যদিও ফ্রি ফায়ার প্রস্তুতকারী সংস্থা সিঙ্গাপুর ভিত্তিক সী গ্রুপ হওয়ায় তাদের উক্ত নিষেধাজ্ঞার কবলে পড়ার কারণ স্পষ্ট নয়। সিঙ্গাপুর সরকারের প্রতিনিধিরাও বর্তমানে ঠিক সেকথাই তুলে ধরতে সচেষ্ট বলে সংবাদে উঠে এসেছে।

RELATED ARTICLES

Most Popular