HomeTech NewsFree Fire Max Redeem Codes 30 June 2022 Today: ফ্রি ফায়ার ম্যাক্স...

Free Fire Max Redeem Codes 30 June 2022 Today: ফ্রি ফায়ার ম্যাক্স রিডিম কোড দেখে নিন

Garena Free Fire Max today redeem codes 30 June : জনপ্রিয় Garena Free Fire Max গেমটিতে এখন চলছে ‘রামপেজ ইভেন্ট’। এই টুর্নামেন্টে একে অপরকে টেক্কা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে গেমাররা। তবে এখানে জিত হাসিল করার জন্য সুকৌশল গেম স্কিলের পাশাপাশি প্রয়োজন ভালো টিমমেট ও কস্টিউম। কিন্তু আপনার যদি সেই রকম চমকপ্রদ কস্টিউম না থাকে, তাহলে চিন্তা করবেন না। কোনোরকম পয়সা খরচ ছাড়াই কেবলমাত্র ফ্রি রিডিম কোড ব্যাবহার করে আপনি জিতে নিতে পারবেন অভিনব স্কিন, উইপন, কস্টিউম সহ প্রিমিয়াম ব্যান্ডল। তবে খেয়াল রাখবেন, এই কোডগুলো নির্দিষ্ট সময়ের জন্য বৈধ। তাই সময় শেষ হওয়ার আগেই দেখে নিন কোডগুলি এবং জিতে নিন আকর্ষণীয় পুরস্কার।

Garena Free Fire Max redeem codes for 30 June 2022 (গেরিনা ফ্রি ফায়ার ম্যাক্স রিডিম কোড ৩০ জুন ২০২২)

U8S47JGJH5MG

FFAC2YXE6RF2

FFBBCVQZ4MWA

B3G7A22TWDR7X

ZZATXB24QES8

FFIC33NTEUKA

4ST1ZTBE2RP9

ETH8WN8S4YSV

RHW2YWQ4YDPH

RAYA6AWMFA7S

MCPTTZXZZC5R

FF7MUY4ME6SC

SARG886AV5GR

VNY3MQWNKEGU

MHM5D8ZQZP22

X99TK56XDJ4X

ZZATXB24QES8

FFIC33NTEUKA

VNY3MQWNKEGU

গেরিনা ফ্রি ফায়ার ম্যাক্স কোড রিডিম করার পদ্ধতি (How to redeem Garena free fire Max codes)

ফ্রি ফায়ার ম্যাক্স কোড রিডিম করে রিওয়ার্ড জেতার জন্য আপনাকে ঢুকতে হবে গেরিনা ফ্রি ফায়ারের রিডেম্পশন সাইটে (https://reward.ff.garena.com/en )।

এবার Facebook, Google, Twitter, Apple Id, HUAWEI ID বা VK আইডি দিয়ে লগ-ইন করুন।

এরপর উপরোক্ত যেকোনো একটি রিডিম কোড ওয়েবসাইটের টেক্সট বক্সে গিয়ে পেস্ট করে এবং পরবর্তী স্টেপে যাওয়ার জন্য কনফার্ম বাটনে ক্লিক করুন।

এরপর ক্রস রেফারেন্সের জন্য একটি ডায়ালগ বক্স আসবে। সেখানে ওকে বাটনে ক্লিক করে কোড রিডিম করুন।

এখানেই আপনার কাজ শেষ। নিশ্চিন্ত থাকুন। আগামী ২৪ ঘন্টার মধ্যে রিওয়ার্ড আপনার ইন-মেল সেকশনে চলে আসবে।

RELATED ARTICLES

Most Popular