HomeTech NewsFree Fire Max Redeem Codes 5 July 2022 Today: ফ্রি ফায়ার ম্যাক্স...

Free Fire Max Redeem Codes 5 July 2022 Today: ফ্রি ফায়ার ম্যাক্স রিডিম কোড দেখে নিন

Garena Free Fire Max today redeem codes 5 July : গেরিনা ফ্রি ফায়ার ম্যাক্স প্রস্তুতকারী সংস্থাটি তাদের গেমারদের জন্য এনেছে বিনামূল্যে গেম খেলার সুযোগ। তারা প্রতিদিন রিলিজ করছে ১২ ডিজিটের আলফানিউমেরিক কোড, যার মাধ্যমে গেমাররা জিতে নিতে পারছেন বিভিন্ন ধরনের ইন-গেম আইটেম, সম্পূর্ণ বিনামূল্যে। এখানে জানিয়ে রাখি, প্রত্যেকটি কোডে থাকছে আলাদা আলাদা পুরস্কার এবং একজন গেমার একাধিক কোড রিডিম করতে পারবেন। তবে খেয়াল রাখতে হবে, একটি কোড একবারের বেশি দুইবার ব্যবহার করা চলবে না। কোড ব্যবহারের জন্য প্রথমেই গেমারদের যেতে হবে অফিশিয়াল রিডেম্পশন ওয়েবসাইটে। তারপর কয়েকটি সহজ স্টেপ অনুসরণ করলেই ইনবক্সে চলে আসবে পুরস্কার। চলুন দেখে নেওয়া যাক আজকের Garena Free Fire Max ফ্রি রিডিম কোডগুলি।

Garena Free Fire Max redeem codes for 5 July 2022 (গেরিনা ফ্রি ফায়ার ম্যাক্স রিডিম কোড ৫ জুলাই ২০২২)

HAYATOAVU76V

TFF9VNU6UD9J

FFICDCTSL5FT

R9UVPEYJOXZX

PACJJTUA29UU

RRQ3SSJTN9UK

TJ57OSSDN5AP

FFPLUED93XRT

FFBCLQ6S7W25

U8S47JGJH5MG

FFIC33NTEUKA

VNY3MQWNKEGU

ZZATXB24QES8

FFICJGW9NKYT

XUW3FNK7AV8N

গেরিনা ফ্রি ফায়ার ম্যাক্স কোড রিডিম করার পদ্ধতি (How to redeem Garena free fire Max codes)

ফ্রি ফায়ার ম্যাক্স কোড রিডিম করে রিওয়ার্ড জেতার জন্য আপনাকে ঢুকতে হবে গেরিনা ফ্রি ফায়ারের রিডেম্পশন সাইটে (https://reward.ff.garena.com/en )।

এবার Facebook, Google, Twitter, Apple Id, HUAWEI ID বা VK আইডি দিয়ে লগ-ইন করুন।

এরপর উপরোক্ত যেকোনো একটি রিডিম কোড ওয়েবসাইটের টেক্সট বক্সে গিয়ে পেস্ট করে এবং পরবর্তী স্টেপে যাওয়ার জন্য ‘Confirm’ বাটনে ক্লিক করুন।

এরপর ক্রস রেফারেন্সের জন্য একটি ডায়ালগ বক্স আসবে। সেখানে ‘Ok’ বাটনে ক্লিক করে কোড রিডিম করুন।

এখানেই আপনার কাজ শেষ। নিশ্চিন্ত থাকুন। আগামী ২৪ ঘন্টার মধ্যে রিওয়ার্ড আপনার ইন-মেল সেকশনে চলে আসবে।

RELATED ARTICLES

Most Popular