HomeGamesFree Fire Max Today Redeem code 26 August: গ্যারেনা ফ্রি ফায়ার ম্যাক্স...

Free Fire Max Today Redeem code 26 August: গ্যারেনা ফ্রি ফায়ার ম্যাক্স রিডিম কোড দেখে নিন

Garena Free Fire Max today redeem codes 26 August: Garena Free Fire Max গেমটিতে পুরস্কার জেতার জন্য গেমারদের বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে নির্দিষ্ট টাস্ক পূরন করতে হয় কিংবা নিজস্ব পয়সা খরচ করে ইনগেম আইটেম কিনতে হয়। তবে এই পদ্ধতিগুলি বেশ কঠিন ও ব্যয়সাপেক্ষ। তাই আপনি যদি বিনামূল্যে গ্যারেনা ফ্রী ফায়ার ম্যাক্স গেমে আরো বেশিক্ষণ সময় অতিবাহিত করতে চান, তাহলে আপনার জন্য রয়েছে প্রতিদিনের ফ্রি রিডিম কোড জেতার সুবর্ণ সুযোগ। তবে মনে রাখতে হবে, এই কোডগুলির নির্দিষ্ট সময়সীমা রয়েছে। তাই সময় শেষ হওয়ার আগে কোড রিডিম করে পুরস্কার জেতার জন্য দেখে নিন আজকের ফ্রী ফায়ার ম্যাক্স রিডিম কোডগুলি।

Garena Free Fire Max redeem codes for 26 August, 2022 (গ্যারেনা ফ্রী ফায়ার ম্যাক্স রিডিম কোড ২৬ আগস্ট ২০২২)

HTY3-RIFG-OR3F

FBJY-RY56-MLOT

FJO9-4TAS-D3FT

YXY3-EGTL-HGJX

ST5K-JCRF-VBHT

S5JT-UGVJ-Y5Y4

X99T-K56X-DJ4X

FF11-NJN5-YS3E

FF9M-J31C-XKRG

FBJY-RY56-MLOT

FJO9-4TAS-D3FT

PQR3-BKUI-7LT7

FSDR-FKUI-YVGR

FBTU-6BFY-TBT7

FBJU-T6RF-T1RT

FBTU-6JKI-E8E7

FLU8-HG8R-BHT4

FIIF-GI8E-O49F

FV5B NJ45 IT8U

গ্যারেনা ফ্রী ফায়ার ম্যাক্স কোড রিডিম করার পদ্ধতি (How to redeem Garena free fire Max codes)

ফ্রী ফায়ার ম্যাক্স কোড রিডিম করে রিওয়ার্ড জেতার জন্য আপনাকে প্রথমেই ঢুকতে হবে গ্যারেনা ফ্রী ফায়ারের রিডেম্পশন সাইটে (https://reward.ff.garena.com/en )।

এবার Facebook, Google, Twitter, Apple Id, HUAWEI ID বা VK আইডি দিয়ে লগ-ইন করুন।

এরপর উপরোক্ত যেকোনো একটি রিডিম কোড ওয়েবসাইটের টেক্সট বক্সে গিয়ে পেস্ট করে এবং পরবর্তী স্টেপে যাওয়ার জন্য ‘Confirm’ বাটনে ক্লিক করুন।

এরপর ক্রস রেফারেন্সের জন্য একটি ডায়ালগ বক্স আসবে। সেখানে ‘Ok’ বাটনে ক্লিক করে কোড রিডিম করুন।

এখানেই আপনার কাজ শেষ। নিশ্চিন্ত থাকুন। আগামী ২৪ ঘন্টার মধ্যে রিওয়ার্ড আপনার ইন-মেল সেকশনে চলে আসবে।

RELATED ARTICLES

Most Popular