Honda: হিরো, টিভিএস, বাজাজদের আগে ভারতে শক্তিশালী ইলেকট্রিক মোটরবাইক লঞ্চের ঘোষণা হন্ডার

Published on:

ভারত একটি মূল্য সংবেদনশীল দেশ হওয়ায় ‘তুলনামূলক কম দামে পুষ্টিকর খাদ্য’ হিসেবে কমিউটার বাইকের রমরমা বাজার। তবে নানা ধরনের প্রিমিয়াম বাইক উপলব্ধ এদেশের বাজারে। বেশ কয়েকটি বিদেশী সংস্থা এদেশে গত বছরে তাদের দামি বাইকের ভালো ব্যবসার কথা ঘোষণা করেছে। এবারে দেশের দ্বিতীয় বৃহত্তম টু-হুইলার প্রস্তুতকারী হন্ডা মোটরসাইকেল অ্যান্ড স্কুটার ইন্ডিয়া (HMSI) ভারতে পাওয়ারফুল ইলেকট্রিক মোটরসাইকেল নিয়ে আসার ঘোষণা করল।

এগুলি সংস্থার BigWing শোরুম থেকে বিক্রি করবে হন্ডা। যদিও এখনও সংস্থার তরফে লঞ্চের সময়সূচি সম্পর্কে কোনো বার্তা আসেনি। উল্লেখ্য, সম্প্রতি সংস্থাটি জানিয়েছে তারা ভারতের বাজারে ইলেকট্রিক স্কুটার নিয়ে আসবে। এদিকে কমিউটার সেগমেন্টে ব্যাটারি চালিত মোটরসাইকেলের চাহিদা তেমন না থাকায়, প্রিমিয়াম মোটরসাইকেল লঞ্চ করতে পারে তারা।

সংস্থার কথায়, প্রিমিয়াম সেগমেন্টের বাইকের ক্ষেত্রে কোনো আগপাছ ভাবতে হয় না। কারণ এখানে দাম নিয়ে ক্রেতারা ভাবেন না। কমিউটার ই-মোটরসাইকেল নিয়ে আসার পরিকল্পনা ভেস্তে দিয়ে সংস্থাটি জানিয়েছে, কমিউটার ইলেকট্রিক মোটর সাইকেলের চাহিদা তুলনামূলক কম, কিন্তু প্রথাগত জ্বালানির ক্ষেত্রে এর চিত্রটি সম্পূর্ণ ভিন্ন। পেট্রোল পরিচালিত টু-হুইলারের ৬০% বাজার নিজের দখলে রেখেছে এটি।

এদিকে ভারতে ১.৩৫ কিলোওয়াট পাওয়ার প্যাক ব্যাটারির গণ উৎপাদন শুরু করেছে হন্ডা। আগামীতে টু-হুইলারগুলি যে এই ব্যাটারি সহ আসবে, তা আর বলার অপেক্ষা রাখে না। অন্যদিকে, ২০৩০-এর মধ্যে ১০ লক্ষ ইলেকট্রিক ভেহিকেল বিক্রির লক্ষ্য নির্ধারণ করেছে তারা, যা সংস্থার বিক্রি হওয়া মোট টু-হুইলারের ৩০% হবে। সমস্ত ব্যাটারি চালিত টু-হুইলার সংস্থার মানেসারের কারখানাতে নির্মিত হবে।

সঙ্গে থাকুন ➥