HomeTech NewsRation Card: বাড়ি বসেই অনলাইনে রেশন কার্ডের জন্য আবেদন ও স্ট্যাটাস কীভাবে...

Ration Card: বাড়ি বসেই অনলাইনে রেশন কার্ডের জন্য আবেদন ও স্ট্যাটাস কীভাবে চেক করবেন জেনে নিন

রেশন কার্ড বানাতে পারেননি এখনো? বাড়ি বসে এই ভাবে অনলাইনে রেশন কার্ডের জন্য আবেদন করুন এবং রেশন কার্ডের স্ট্যাটাস চেক করুন

জাতীয় খাদ্য নিরাপত্তা আইনের অধীনে ‘পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম’ (PDS) এর মাধ্যমে ভর্তুকিযুক্ত খাদ্যশস্য সরবরাহ করার জন্য রাজ্য সরকার কর্তৃক জারি করা একটি সরকারী নথি হল রেশন কার্ড (Ration Card)। এটি, বার্থ সার্টিফিকেট, আধার বা ভোটার আইডি কার্ড সহ অন্যান্য নথি তৈরির জন্য আইডেন্টিটি (ID) প্রুফ হিসাবেও ব্যবহৃত হয়ে থাকে। এক্ষেত্রে, আপনার যদি রেশন কার্ড না থাকে, তবে বাদবাকি প্রয়োজনীয় ডকুমেন্ট যা কিনা প্রত্যেক ভারতীয় নাগরিকের থাকা উচিত তার জন্য আবেদন করতে গিয়ে মুশকিলে পড়বেন, পাশাপাশি সরকারি সুযোগ-সুবিধা পাওয়ার থেকেও বঞ্চিত হবেন। তাই আপনারা যারা এখনো রেশন কার্ড বানাননি এবং আবেদন করতে চান, তারা আমাদের এই প্রতিবেদনটি পড়ুন। কেননা আজ আমরা, বাড়ি বসেই কীভাবে অনলাইনে রেশন কার্ডের জন্য আবেদন করা, ডকুমেন্টটির স্ট্যাটাস চেক করা, ই-রেশন কার্ড ডাউনলোড করা বা কার্ডে নতুন নাম সংযুক্ত করা যায় সেই সম্পর্কে বিশদে জানাবো। আসুন তাহলে রাজ্য সরকারের ওয়েবসাইট মারফৎ রেশন কার্ড সংক্রান্ত উল্লেখিত কাজগুলি কীভাবে সম্পন্ন করবেন তা এবার জেনে নিই।

ভারতে রেশন কার্ডের জন্য আবেদন করার যোগ্য কারা? (Who are eligible applying for Ration Card in india?)

১. একজন স্বতন্ত্র ব্যক্তি রেশন কার্ডের জন্য আবেদন করতে পারবেন।
২. ভারতীয় নাগরিক হলেই রেশন কার্ডের জন্য আবেদন করা যাবে।
৩. অন্য কোনও রাজ্যের রেশন কার্ড থাকলে, অপর রাজ্যে আবেদন করা যাবে না।
৪. আবেদনকারীর বয়স ১৮ বছর বা তার বেশি হতে হবে।
৫. অপ্রাপ্তবয়স্ক বা ১৮ বছরের কম বয়সী শিশুদের তাদের পিতামাতার রেশন কার্ডে অন্তর্ভুক্ত করা যেতে পারে।

ভারতে কত প্রকারের রেশন কার্ড পাওয়া যায়? (How many types of Ration cards are available in India?)

ভারত সরকার ২ ধরনের রেশন কার্ড ইস্যু করেছে – প্রথমটি, দারিদ্র্য সীমার নীচে (BPL) রেশন কার্ড এবং অন্যটি হল নন-বিপিএল (non-BPL) রেশন কার্ড৷

রেশন কার্ডের আবেদন করার জন্য প্রয়োজনীয় নথিপত্রের তালিকা (List of documents required to apply for ration card)

১. যেকোনো একটি শনাক্তকরণ প্রমাণ বা আইডেন্টিটি প্রুফ। (যেমন,ইলেকশন আইডি, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, গভর্মেন্ট আইডি কার্ড)
২. যেকোনো একটি বাসস্থান প্রমাণ বা রেসিডেন্স প্রুফ। (যেমন, ইলেক্ট্রিসিটি বিল, টেলিফোন বিল, এলপিজি রসিদ, ব্যাঙ্ক পাসবুক, রেন্টাল এগ্রিমেন্ট)
৩. একটি পারিবারিক ছবি।
৪. আবেদনকারীর বার্ষিক আয়ের প্রমাণ।
৫. যেকোনো বাতিল/সমর্পণকৃত (সারেন্ডারেড) রেশন কার্ড।

কীভাবে অনলাইনে রেশন কার্ডের জন্য আবেদন করবেন? (How to apply for Ration card online?)

১. প্রথমে, NFSA (nfsa.gov.in) -এর মাধ্যমে আপনার নিজ নিজ রাজ্য/ইউটি ফুড পোর্টালে লগইন করুন।
২. এরপর, স্ক্রিনের বাঁ দিকে থাকা ‘apply for service’ অপশনে ট্যাপ করুন৷
৩. ‘Issuance of new ration card’ লেখা বিকল্পটি নির্বাচন করুন৷
৪. এরপর, আবেদনপত্রে থাকা সমস্ত প্রয়োজনীয় বিবরণ পূরণ করুন।
৫. প্রমাণ হিসাবে আপনার ডকুমেন্টের স্ক্যান কপি সংযুক্ত করুন এবং আবেদন জমা দিন।
৬. এবার, আপনি ওয়েবসাইটে আপনার অনলাইন আবেদনের স্থিতি ট্র্যাক করতে পারবেন৷

অনলাইনে রেশন কার্ড স্ট্যাটাস কীভাবে চেক করবেন (How to check ration card status online)

১. প্রথমে, রাজ্য/ইউটি ফুড পোর্টালের ই-পরিষেবা বিভাগে যান।
২. তারপর, আপনার রেশন কার্ডের আবেদনের স্থিতি দেখতে ‘check status’ অপশনে ক্লিক করুন।
৩. নাম এবং স্থিতি দ্বারা রেশন কার্ডের স্থিতি দেখার, নাম (check by name) বা স্ট্যাটাস (check the status) যেকোনো একটি বিকল্প নির্বাচন করুন।
৪. আপনার ক্রেডেনশিয়াল লিখুন এবং লগ ইন করুন।
৫. পরিশেষে, আপনার রেশন কার্ডের আবেদনের স্থিতি বা স্ট্যাটাস স্ক্রিনে প্রদর্শিত হবে।

RELATED ARTICLES

Most Popular