iQOO Neo 5 Youth চলতি মাসেই দুর্দান্ত ফিচার সহ লঞ্চ হতে পারে

Published on:

হালফিলে Vivo-র সাব ব্র্যান্ড iQOO নতুন স্মার্টফোনের ওপর কাজ শুরু করেছে বলে বিভিন্ন রিপোর্টে দাবি করা হচ্ছিল, যার নাম iQOO Neo 5 Youth (Vitalty Edition)৷ সম্প্রতি ডিভাইসটিকে চিনের 3C সার্টিফিকেশন সাইট ও গুগল প্লে কনসোলে স্পট করায় এর লঞ্চ নিয়ে জল্পনা চলতে থাকে৷ iQOO Neo 5 Vitalty Edition চলতি মাসেই বাজারে পা রাখতে পারে বলে অনেকে অনুমান করছিলেন, এক iQOO কর্তার উইবো পোস্টেও সেরকমই ইঙ্গিত পাওয়া গেল৷

আসলে চীনে আইকো-র প্রোডাক্ট ম্যানেজার সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছেন, এই মাসে একটি সারপ্রাইজ থাকছে৷ কী সারপ্রাইজ সেই নিয়ে অবশ্য তিনি কিছু বলেননি৷ তবে মনে করা হচ্ছে তিনি আলোচ্য ফোনটির লঞ্চের কথাই বলছেন। প্রসঙ্গত iQOO Neo 5 Youth গত বছরের iQOO Neo 3 এর আপগ্রেড ভার্সন হবে বলে জল্পনা রয়েছে৷ iQOO Neo 3 স্মার্টফোনটি ১৪৪ হার্টজ ডিসপ্লে ও স্ন্যাপড্রাগন ৮৬৫ প্রসেসর সহ লঞ্চ হয়েছিল৷ তাই এর আপগ্রেড মডেলেও হাই রিফ্রেশ রেট ও ফ্ল্যাগশিপ প্রসেসর থাকবে বলে ধরে নেওয়া যায়৷

আবার 3C লিস্টিংয়ে স্পট করা Vivo V2118A মডেল নম্বরের ফোনটি iQOO Neo 5 Vitality Edition বলে গুঞ্জন চলছে৷ 3C লিস্টিং বলছে, এটি ৪৪ ওয়াট র‌্যাপিড চার্জ সাপোর্ট সহ আসতে পারে৷ অন্যদিকে, এতে ফুল এইচিডি ডিসপ্লে, স্ন্যাপড্রাগন ৮৭০ প্রসেসর ও ৮ জিবি র‌্যাম থাকার কথা আমরা প্লে কনসোল লিস্টিং থেকে জানতে পেরেছিলাম৷

প্লে কনসোল লিস্টিংয়ে স্মার্টফোনটির একটি ছবিও প্রকাশিত হয়েছিল৷ সেখানে ফোনটির ডানদিকে পাঞ্চ-হোল কাটআউট দেখা গিয়েছিল৷ এদিকে আইকো-র প্রোডাক্ট ম্যানেজার যেহেতু বলেছেন, এই মাসে সারপ্রাইজ থাকবে৷ সেক্ষেত্রে, iQOO Neo 5 Youth (Vitalty Edition)-এর সাথে অন্যান্য প্রোডাক্টের ঘোষণাও এই মাসে হতে পারে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

সঙ্গে থাকুন ➥