Kia: মেড-ইন-ইন্ডিয়া মডেলের চাহিদা সর্বত্র, এই বছর রপ্তানি ধরে দেশে 3.5 লাখ গাড়ি তৈরির লক্ষ্যে কিয়া

Avatar

Published on:

বিক্রি এবং লাভের দিক থেকে খুব দ্রুত সময়ে ভারতের বাজারে চোখে পড়ার মতো উত্থান ঘটেছে কিয়া (Kia)-র। চাহিদা বৃদ্ধি, Carens কিনতে ভোক্তাদের আগ্রহ এবং বিশাল বুকিং, ও রপ্তানি ক্রমবর্ধমান হওয়ার ফলে ভারতকে বেশ ইতিবাচক দৃষ্টিতে দেখছে তারা। কিয়ার আশা, বিশ্বজুড়ে তাদের যতগুলি গাড়ি উৎপাদিত হয়, তাতে এ দেশের অবদান ১০ শতাংশ থাকবে।

রপ্তানি ধরে কিয়ার লক্ষ্য, এ বছর ৩ লাখ থেকে তিন লাখ ৫০ হাজার গাড়ি তৈরি করা। লক্ষ্যপূরণ হলে দেশে সবচেয়ে কম সময়ে এই কৃতিত্ব অর্জন করবে দক্ষিণ কোরিয়ার সংস্থাটি। প্রসঙ্গত, ২০১৯ সালে (Seltos) মডেলের গাড়ি লঞ্চের মাধ্যমে ভারতের বাজারে প্রবেশ করেছিল কিয়া ইন্ডিয়া (KIA India)। আবার আড়াই বছরের মধ্যেই ৫ লাখ বিক্রির মাইলস্টোন ছুঁয়ে ফেলেছে তারা।

২০২১-এ সার্বিকভাবে বিশ্বে কিয়া কর্তৃক বিক্রিত গাড়ির ৮ শতাংশ তৈরি হয়েছে অন্ধ্রপ্রদেশের অনন্তপুর কারখানায়। ২০২২-এ সেটা ৯.৫ শতাংশে পৌঁছবে বলে আশাবাদী কিয়া ইন্ডিয়ার এক আধিকারিক। সম্প্রতি সংস্থার তরফে জানানো হয়েছিল যে, ওই ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টে নতুন কর্মী নিয়োগের পাশাপাশি তৃতীয় শিফ্টে কাজ শুরু হয়েছে।

কিয়া ইন্ডিয়ার ভাইস প্রেসিডেন্ট (সেলস ও মার্কেটিং) হরদীপ কৌর (Hardip Kaur) বলেন, দেশের পাশাপাশি বিদেশের বাজারেও মেড-ইন-ইন্ডিয়া গাড়ির ব্যাপক চাহিদা দেখা যাচ্ছে। কিয়া এ দেশে তাদের চতুর্থ গাড়ির ব্যাপক সাড়া পেয়েছে এবং রপ্তানি ধরে আমরা চলতি বছরে ৩ লক্ষের উপরে গাড়ি তৈরির লক্ষ্য রাখছি।”

উল্লেখ্য, কিয়ার এখনও পর্যন্ত ৭৫ হাজারের উপরে গাড়ি ডেলিভারি দেওয়া বাকি। অপেক্ষার মেয়াদ প্রায় তিন-ছ’মাস। আবার গত ১৫ ফেব্রুয়ারি লঞ্চ হওয়া কারেন্সের বুকিং ইতিমধ্যেই ৩০ হাজার ছাড়িয়েছে বলে সংস্থা দাবি করেছে।

সঙ্গে থাকুন ➥