Mahindra দেশের প্রথম গাড়ি নির্মাতা হিসাবে NFT এর জগতে প্রবেশ করল, নিলাম থেকে প্রাপ্ত অর্থ শিশু শিক্ষায় খরচ করবে

Avatar

Published on:

ডিজিটাল সম্পত্তি ক্ষেত্রে এবার পা রাখার ঘোষণা করল মাহিন্দ্রা (Mahindra)। আজ, শুক্রবার, সংস্থার তরফে জানানো হয়েছে যে, ‘নন-ফানজিব্‌ল টোকেন’ বা ‘এনএফটি’ (NFT)-এর জগতে প্রবেশ করেছে তারা। ফলে দেশের প্রথম গাড়ি প্রস্তুতকারী সংস্থা হিসেবে ব্লকচেন (Blockchain) প্রযুক্তি নির্ভর এনএফটি নিলামে তুলবে মাহিন্দ্রা।

আইকনিক থর এসইউভি (Thor SUV) গাড়ির উপর ভিত্তি করেই টোকেন রিলিজ করবে সংস্থাটি৷ এর জন্য মাহিন্দ্রা তাদের তথ্যপ্রযুক্তি শাখা টেক মাহিন্দ্রা (Tech Mahindra)-র সঙ্গে জোট বাঁধার ঘোষণা করেছে‌। মাহিন্দ্রা একটি বিবৃতিতে বলেছে, “তারা মার্চের ২৯ তারিখ থেকে চারটি এনএফটি নিলামে তুলবে৷”

মাহিন্দ্রা সেই নিলাম থেকে উঠে আসা অর্থ শিশু শিক্ষার একটি প্রকল্পে খরচ করবে বলে জানিয়েছে। উল্লেখ্য, ‘এনএফটি’ প্রযুক্তি জগতে এক নতুন শব্দ। এবং বর্তমানে বহু আলোচিত শব্দগুলির মধ্যে অন্যতম বললেও ভুল হবে না।

এটি এক প্রকার ডিজিটাল লেজারে জমা থাকে। এই ফাইলগুলি নানা প্রকার হতে পারে – ফটো, ভিডিও, অডিও, প্রভৃতি। যিনি ক্রিপটোকারেন্সি অর্থাৎ ডিজিটাল মুদ্রা দিয়ে এগুলি কেনেন, ব্লকচেন প্রযুক্তির মাধ্যমে তাঁর মালিকানা সুরক্ষিত থাকে। অন্য কেউ তা নিজের দলে দাবি করতে পারে না। পদ্ধতিটি খুবই স্বচ্ছ বলে এনএফটির জনপ্রিয়তা ক্রমশ বাড়ছে।

সঙ্গে থাকুন ➥