New MG Gloster: এমজি গ্লস্টার এর নতুন ভার্সনে থাকবে চমক, দুর্ঘটনা এড়াতে বিশেষ ব্যবস্থা, লঞ্চের তারিখ ঘোষণা হল

Updated on:

MG Gloster Facelift launch date August 31 confirmed

বিগত কয়েক মাসে ভারতে এসইউভি গাড়ির চাহিদার রেখচিত্র উর্ধ্বমুখী হতে দেখে কোম্পানিগুলিও হাত গুটিয়ে বসে থাকতে নারাজ। বাজারে নিত্যনতুন মডেল লঞ্চের মাধ্যমে গ্রাহকদের হাতে বড় গাড়ির সম্ভার বাড়িয়ে তুলতে তৎপর সংস্থাগুলি। তেমনই এবার ব্রিটিশ অটোমোবাইল সংস্থা এমজি মোটর (MG Motor) এ দেশে তাদের নতুন এসইউভি গাড়ি লঞ্চ করতে চলেছে। এ মাসেই সংস্থাটি Gloster SUV-র আপডেট মডেল দেশীয় বাজারে হাজির করবে। এদিকে Hector SUV-র ফেসলিফ্ট ভার্সন আসা নিয়েও দীর্ঘদিন ধরে জল্পনা চলছে। তবে, Hector Facelift-এর আগে তিন সারির আসন বিশিষ্ট Gloster লঞ্চ করে খেলায় চমক আনতে চলেছে এমজি মোটর।

উল্লেখ্য, ২০২০ সালের আগস্টে ভারতে MG Gloster SUV পা রেখেছিল। ঠিক দু’বছর পর এবার আরও উন্নত অ্যাডভান্সড ড্রাইভার অ্যাসিস্ট্যান্ট সিস্টেম বা এডিএএস (ADAS) ফিচার্স সমেত আসছে গাড়িটি। এতে গত বছর লঞ্চ হওয়া Astor-এর কয়েকটি এডিএএস ফিচার যোগ করার চিন্তাভাবনা করছে সংস্থা। যা দুর্ঘটনা প্রতিরোধে বিশেষ ভূমিকা নেবে এবং চালককে সহায়তা করবে। এই ফিচার ৭-আসন বিশিষ্ট Gloster-কে Hyundai Tucson এর প্রতিদ্বন্দ্বী হিসেবে পরিণত করবে।

এমজি মোটর তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এডিএএস ফিচার্সের সাথে নতুন Gloster-এর টিজার প্রকাশ করেছে। ৩১ আগস্ট আনুষ্ঠানিক ভাবে লঞ্চ হবে গাড়িটি। এমজি লিখেছে, “৪×৪ এর শক্তি। এডিএএস এর সুরক্ষা। আপনার মনে এবং ভারতের রাস্তায় দাগ কাটতে আসতে চলেছে অত্যাধুনিক Golster।”

Gloster-এর বাজার চলতি মডেলে এডিএএস ফিচারের কিছু বৈশিষ্ট্য অফার করা হয়। যেমন অ্যাডাপ্টিভ ক্রুজ কন্ট্রোল, অটোমেটিক পার্কিং অ্যাসিস্ট, ফরোয়ার্ড কলিশন ওয়ার্নিং, অটোমেটিক ইমারজেন্সি ব্রেকিং, ব্লাইন্ড স্পট ডিটেকশন এবং লেন ডিপারচার ওয়ার্নিং। গাড়িটি অবশ্য আগের মতোই ২.০ লিটারের টুইন টার্বো ডিজেল মোটর সহ আসবে। ৮-স্পিড অটোমেটিক ট্রান্সমিশন যুক্ত ইঞ্জিন থেকে ২১৮ পিএস শক্তি এবং ৪৮০ এনএম টর্ক উৎপন্ন হয়। এতে উপস্থিত সাতটি ড্রাইভিং মোড – স্নো, স্যান্ড, মাড, রক, স্পোর্ট, ইকো এবং অটো। এছাড়াও টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম এবং প্যানোরামিক সানরুফ রয়েছে এতে।

সঙ্গে থাকুন ➥