NASA Artemis 1 Mission: রকেটে ত্রুটি, চাঁদে মানববসতি নির্মাণের স্বপ্নে ফের ধাক্কা খেল নাসা

Updated on:

NASA Artemis 1 Mission launch Postponed

ব্যর্থতা কাটিয়ে উঠতে পারলো না NASA -র Artemis 1 SLS রকেট। পাঁচদিনের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার চাঁদের উদ্দেশ্যে রওনা দেওয়ায় চেষ্টা অসফল হলো। প্রযুক্তিগত ত্রুটির কারণে NASA আজ ফের বাতিল করলো Artemis 1 SLS রকেটের লঞ্চ।

সূত্র মারফত জানা গেছে, লঞ্চের কিছু আগে রকেটে জ্বালানী স্থানান্তর করার সময় একটি ফুটো আবিষ্কার করেন ইঞ্জিনিয়াররা। এটি ঠিক করার চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি। তাই একপ্রকার বাধ্য হয়েই NASA লঞ্চটি স্থগিত করেছে।

উল্লেখ্য, ৩ সেপ্টেম্বর ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে দুপুর ২ টো বেজে ১৭ মিনিটে আর্টেমিস-১ এর চাঁদের উদ্দ্যেশ্যে পাড়ি জমাবার কথা ছিল। চাঁদে মানববসতি নির্মাণের স্বপ্নকে সফল করতে নাসার এই আর্টেমিস ১ চন্দ্রাভিযান খুবই গুরুত্বপূর্ণ হবে বলে মনে করছেন অনেকেই।

সঙ্গে থাকুন ➥