HomeAutomobileOkinawa Okhi90: বাজাজ চেতক, ওলাকে চ্যালেঞ্জ ছুঁড়তে আসা ওকিনাওয়ার এই ই-স্কুটারের সঙ্গে...

Okinawa Okhi90: বাজাজ চেতক, ওলাকে চ্যালেঞ্জ ছুঁড়তে আসা ওকিনাওয়ার এই ই-স্কুটারের সঙ্গে পরিচয় করে নিন

ওকিনাওয়া ওখি৯০ ভারতে ২৪ মার্চ লঞ্চ হবে। অনুমান, ইলেকট্রিক স্কুটারটি এক চার্জে ১৫০ কিমি থেকে ১৮০ কিমি চলবে।

বিক্রির নিরিখে ওকিনাওয়া (Okinawa) এখন দেশের দ্বিতীয় বৃহত্তম ইলেকট্রিক স্কুটার নির্মাতা। তবে শীর্ষস্থানে থাকা হিরো ইলেকট্রিক (Hero Electric)-এর সাথে প্রতি মাসেই তারা একটু একটু করে ব্যবধান কমাচ্ছে। ওকিনাওয়ার সাম্প্রতিক বক্তব্যেই স্পষ্ট, সংস্থাটি দেশের এক নম্বর বৈদ্যুতিক দু’চাকা গাড়ি প্রস্তুতকারী হয়ে উঠতে চেষ্টার কসুর করবে না। আর সেই লক্ষ্যপূরণে সফল হতে সংস্থার নয়া হাতিয়ার Okhi90।

বৈদ্যুতিক স্কুটারটির অফিসিয়াল নাম এখনও জানায়নি সংস্থা। সে জন্য সংবাদমাধ্যমে একে Okinawa Okhi90 বলেই উল্লেখ করা হচ্ছে। ই-স্কুটারটি ভারতে বাজারে লঞ্চ হবে ২৪ মার্চ। টেস্ট রাইড চলাকালীন ওকিনাওয়া ওখি৯০ (Okinawa Okhi90)-র বিভিন্ন ছবি প্রকাশ্যে এসেছে। ইলেকট্রিক স্কুটারটির পা থেকে মাথা পর্যন্ত ক্যামোফ্লেজ করা হলেও ফাঁস হওয়া ছবি তার কয়েকটি বৈশিষ্ট্য সম্পর্কে ধারণা দিয়েছে৷

ওকিনাওয়া ওখি৯০-র চাকাটি ১৪ ইঞ্চির হবে বলে মনে করা হচ্ছে। আবার সিটটিও বেশ লম্বা ও প্রশস্ত। স্কুটারটির পিছনে ধরার হাতলে সিলভার পেইন্ট করা এবং পিছনে সাসপেনশনের জন্য ডুয়েল স্প্রিং থাকবে। হাব-মাউন্টেডের বদলে Okinawa Okhi90-র মোটরটি মাঝামাঝি স্থানে অবস্থান করবে। মোটরটিকে শক্তি জোগাবে একটি লিথিয়াম আয়ন ব্যাটারি, যা ফাস্ট চার্জিং সাপোর্ট করতে পারে। ওকিনাওয়া ওখি৯০-র সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ৮০ কিমি এবং রেঞ্জ হতে পারে ১৫০-১৮০ কিমি। এতে জিও ফেন্সিং, নেভিগেশন, ডায়াগনস্টিকের মতো কানেক্টিভিটি ফিচার দেখা যেতে পারে৷

Okinawa Okhi90 লঞ্চের পর এর দাম রাখা হতে পারে ১-১.২০ লক্ষ টাকা (এক্স-শোরুম)। মূলত, Ola S1, Simple One, Bajaj Chetak এবং TVS iQube বৈদ্যুতিক স্কুটারগুলির প্রতিদ্বন্দ্বী স্বরূপ আসতে চলেছে Okhi90।

RELATED ARTICLES

Most Popular