HomeTech NewsOla S1 দেশের অন্যতম বেস্ট-সেলিং ইলেকট্রিক স্কুটার হওয়ার পথে! মার্চেই 15 হাজার...

Ola S1 দেশের অন্যতম বেস্ট-সেলিং ইলেকট্রিক স্কুটার হওয়ার পথে! মার্চেই 15 হাজার ক্রেতার কাছে পৌঁছতে পারে

ফেব্রুয়ারিতে ৭,০০০টি এস১ ইলেকট্রিক স্কুটার ডেলিভারির দাবি করল ওলা। আবার মার্চে তা দ্বিগুণের বেশি হবে বলে জানিয়েছেন সংস্থার সিইও ভাবিশ আগরওয়াল।

চাঞ্চল্যকর দাবি ওলা ইলেকট্রিক (Ola Electric)-এর। ফেব্রুয়ারিতে প্রায় ৭,০০০ ইলেকট্রিক স্কুটার ডেলিভারি দেওয়া হয়েছে বলে টুইট বার্তায় জানালেন সংস্থার সিইও ভাবিশ আগরওয়াল (Bhavish Aggarwal)। এদিকে ভারত সরকারের বাহন (Vahaan) পোর্টালের তথ্য অনুযায়ী গত মাসে ৩,৯০৪টি ওলা এস১ (Ola S1) বৈদ্যুতিক স্কুটারে নিবন্ধীকরণ হয়েছে৷

আসলে সম্প্রতি প্রকাশিত এক রিপোর্টে দেখা গিয়েছে এ বছরের ফেব্রুয়ারিতে দেশের সর্বাধিক ইলেকট্রিক টু-হুইলার বিক্রিত সংস্থাগুলির মধ্যে এথার এনার্জিকে (Ather Energy)-কে পেছনে ফেলে চতুর্থ স্থানটি দখল করেছে ওলা। সর্বভারতীয় সংবাদ সংস্থার সেই প্রতিবেদনে বাহন পোর্টালের তথ্য ধরে সাজানো হয়েছিল তালিকা। সেই প্রতিবেদনের প্রত্যুত্তরে টুইট বার্তায় ফেব্রুয়ারি মাসে ডেলিভারি সংখ্যাটি ৭,০০০ বলে রীতিমতো জোরালো দাবি করলেন ভাবিশ। টুইটারে তিনি লিখেছেন, “বাহন বলছে গত মাসে আমরা ৪,০০০ ই-স্কুটার ডেলিভারি করেছি। যেহেতু আমরা অস্থায়ী রেজিস্ট্রেশন করি তাই সবকটি সেখানে পরিগণিত হয় না।”

যদি বাস্তবে ভাবিশ আগরওয়ালের দাবি সত্য হয়ে থাকে, তবে পরিসংখ্যান অনুযায়ী ওলা দেশের দ্বিতীয় বৃহত্তম ই-স্কুটার প্রস্তুতকারী হওয়ার দাবিদার। টুইট বার্তায় ভাবিশ আরও লিখেছেন, এই মাস অর্থাৎ মার্চে তারা ১৫,০০০ স্কুটার ডেলিভারি করবে। ফেব্রুয়ারিতে ওলার টু-হুইলার নিবন্ধীকরণের যেই সংখ্যাটি বাহনে নথিভূক্ত হয়েছে, তা যদিও ভারতের সকল রাজ্যে ওলার স্কুটার ডেলিভারির মিলিত সংখ্যা নয়।

প্রসঙ্গত, অন্যান্য সংস্থার মত ওলা নিজেদের ঐতিহ্যবাহী ডিলারশিপ ভিত্তিক বিক্রির পদ্ধতি মেনে চলে না। তারা গ্রাহকদের কাছে সরাসরি স্কুটার বিক্রি করে থাকে। অন্যদিকে, সংস্থাটি প্রত্যহ ১,০০০ বৈদ্যুতিক স্কুটার উৎপাদন করছে বলে জানিয়েছে৷ যদি ওলার সমস্ত দাবি সঠিক হয়, তাহলে অচিরেই দেশের সর্বাধিক বিক্রিত ই-স্কুটারের তালিকায় ঢুকে যাবে ওলা এস১।

RELATED ARTICLES

Most Popular