স্ন্যাপড্রাগন নয়, OnePlus Nord 2/Nord CE 5G আসছে মিডিয়াটেক ডায়মেনসিটি ১২০০ প্রসেসরের সাথে

Published on:

ইতিমধ্যেই জানা গেছে OnePlus মিড রেঞ্জে নিজেদের আধিপত্য বাড়াতে গতবছরের Nord সিরিজের উত্তরসূরিদের ওপর কাজ শুরু করেছে। রিপোর্ট কে বিশ্বাস করলে, OnePlus Nord এর সাক্সেসর হিসেবে আসবে OnePlus Nord 2 এবং OnePlus Nord N10 5G এর সাক্সেসর হবে OnePlus Nord CE 5G। এই দু’টি স্মার্টফোন নিয়ে বিগত কয়েক সপ্তাহ ধরে চর্চা চলছে। অন্য দিকে, কোয়ালকম স্ন্যাপড্রাগন (Qualcomm Snapdragon) প্রসেসর ব্যবহার করার যে রীতি OnePlus দীর্ঘ দিন ধরে অনুসরণ করে আসছে, তা OnePlus Nord 2 বা Nord CE 5G ভাঙবে বলে জল্পনা রয়েছে। আসলে শোনা যাচ্ছে, স্মার্টফোন দু’টির মধ্যে একটি মিডিয়াটেক ডায়মেনসিটি ১২০০ (Mediatek Dimensity 1200) প্রসেসর ও হাই রিফ্রেশ রেটযুক্ত ডিসপ্লে সহ লঞ্চ হতে পারে।

জনপ্রিয় চীনা টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন একই দাবি করে বলেছে, Mediatek Dimensity স্মার্টফোন নিয়ে OnePlus কাজ করছে। যদিও ডিভাইসটির কী নামে আসবে সেই বিষয়ে ডিজিটাল চ্যাট স্টেশন কোনও মন্তব্য করেনি।

তবে, ভারতীয় টিপস্টার মুকুল শর্মার মতে, OnePlus Nord 2 ও OnePlus Nord CE 5G এর মধ্যে একটি মডেল Dimensity 1200 প্রসেসর সহ লঞ্চ হবে। তাঁর আরও দাবি, OnePlus Nord 2 বা OnePlus Nord CE 5G জুনের মাঝামাঝি সময়ে লঞ্চের মুখ দেখতে পারে।

উল্লেখ্য, মার্চে প্রযুক্তি বিষয়ক নিউজ পোর্টাল Android Central তার প্রতিবেদনে বলেছিল, চাইনিজ স্মার্টফোন কোম্পানিটি মিডিয়াটেক ডায়মেনসিটি ১২০০ প্রসেসর সহ ওয়ানপ্লাস নর্ড ২ চালু করার পরিকল্পনা করছে। যদিও পরবর্তীকালে এর স্বপক্ষে তেমন জোরালো যুক্তির খোঁজ পাওয়া যায়নি।

যাই হোক, মিডিয়াটেক ডাইমেনসিটি প্রসেসরের ফোন হিসেবে ওয়ানপ্লাস নর্ড ২ লঞ্চ হবে নাকি ওয়ানপ্লাস সিই ৫জি, তা খুব শীঘ্রই স্পষ্ট হয়ে যাবে বলে আমরা আশা করি।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

সঙ্গে থাকুন ➥