Apple, Xiaomi-র পর নিজস্ব বৈদ্যুতিক গাড়ি তৈরির ভাবনা Oppo-র?

Published on:

ইলেকট্রিক গাড়ির মার্কেট নিয়ে Apple, Xiaomi, Huawei-এর মতো প্রতিষ্ঠিত কোম্পানিগুলির আগ্রহ চোখে পড়ার মতো৷ সুতরাং, ইলেকট্রিক ভেহিকেল সেগমেন্ট গ্লোবাল স্মার্টফোন ব্র্যান্ডগুলিকে যে আকৃষ্ট করছে, তা নিয়ে সন্দেহের অবকাশ নেই৷ মিডিয়া রিপোর্টে এখন আরও একটি স্মার্টফোন ব্র্যান্ডের নাম উঠে এল যারা নিজস্ব বৈদ্যুতিক গাড়ি বানানোর জন্য চিন্তাভাবনা করছে৷ রিপোর্ট বলছে, Oppo খুব শীঘ্রই গ্লোবাল অটোমোটিভ সেক্টরে পা রাখতে চলেছে৷

অপ্পোর  চিফ এগজিকিউটিভ অফিসার (সিইও) টোনি চেন বলেছেন, “এমনকি গাড়ি তৈরির ক্ষেত্রেও, আমরা সেইসব জায়গাতে মনোযোগ দেবো যেখানে অপ্পো ভাল পারফরম্যান্স করতে পারবে৷ যদি অটোমেকারেরা ভাল গাড়ি না বানাতে পারে এবং অপ্পোর শক্তি থাকে তাহলে, ভবিষ্যতে আমরা গাড়ি বানানোর চেষ্টা করবো”

রিপোর্টে বলা হয়েছে যে, নতুন বিজনেস ভেঞ্চারের জন্য অপ্পো অভিজ্ঞ কর্মচারী নিয়োগ করতে শুরু করেছে৷ পাশাপাশি, গাড়ি উৎপাদন নিয়ে অপ্পো কথাবার্তা ও অন্বেষণ চালাচ্ছে৷ রিপোর্টের এও দাবি, টোনি চেন টেসলার সরবরাহকারী এবং ব্যাটারি নির্মাতা CATL-এর পদস্থ কর্তাদের সাথে নাকি সাক্ষাত করছেন৷ আবার সম্প্রতি SAIC ডেভেলপার কনফারেন্সে অপ্পোকে আমন্ত্রণ জানানো হয়েছিল৷ বলে রাখি, এই কনফারেন্সের আলোচ্য বিষয় ছিল স্মার্ট ইলেকট্রিক গাড়ির সফটওয়্যার পরিষেবা মতো এমার্জিং টেকনোলজি৷

এদিকে সেল্ফ-ড্রাইভিং ইলেকট্রিক গাড়ির জন্য Apple, LG-Magna-এর সাথে হাত মেলানোর কথা ভাবছে৷ অন্যদিকে, Xiaomi আগামী ১০ বছরে ইভি সেক্টরে ১০ বিলিয়ন ডলার লগ্নি করবে বলে ঘোষণা করেছে৷ আবার Huawei টেকনিক্যালি ইভি সেগমেন্টে পা রেখেছে; সংস্থাটি কিন্তু নিজে গাড়ি বানায়নি৷ তবে SERES SF5 নামে একটি ইলেকট্রিক গাড়িকে সফটওয়্যার সাপোর্ট দিয়েছে৷ উল্লেখ্য, গাড়ি তৈরির পরিবর্তে শুধুমাত্র তারা গাড়ি নির্মাতাদের সেল্ফ-ড্রাইভিং এর মতো প্রযুক্তি সরবরাহ করবে বলে Huawei স্পষ্ট করে জানিয়েছে।

এখন দেখার বিষয় ইলেকট্রিক ভেহিকেল সেগমেন্টে Oppo কী লক্ষ্য নিয়ে নামার পরিকল্পনা করছে৷ এক হতে পারে Oppo গাড়ি প্রস্তুতকারী সংস্থাগুলিকে সফটওয়্যার সাপোর্ট দিতে পারে৷ আবার Oppo নিজস্ব গাড়ি বানানোর কথাও চিন্তাভাবনা করতে পারে৷ স্বচালিত গাড়ির প্রযুক্তি, ক্যামেরা সিস্টেম, এবং গাড়ির বিভিন্ন প্রযুক্তির ওপর অপ্পো পেটেন্ট দায়ের করছে বলে মাঝে শোনা যাচ্ছিল৷ সেক্ষেত্রে, রিপোর্টের দাবি একেবারে ফেলনা নয়৷

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

সঙ্গে থাকুন ➥