HomeTech NewsBitcoin-এর মূল্য হ্রাসের দিন ছন্দ ফিরে পেল Shiba Inu

Bitcoin-এর মূল্য হ্রাসের দিন ছন্দ ফিরে পেল Shiba Inu

CoinMarket Cap-এর তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে Bitcoin-এর বর্তমান বাজারদর ৫৬,৮৮৪ ডলার (প্রায় ৪২.৩ লাখ টাকা)

গত সপ্তাহের শেষে অবস্থার কিছুটা উন্নতি হলেও, ফের পতন দেখা দিল বিটকয়েনের (Bitcoin) বাজার মূল্যে। ভারতীয় ক্রিপ্টো এক্সচেঞ্জ, Coinswitch Kuber-এর হিসেব অনুযায়ী, এই মুহুর্তে মুদ্রাটি ৬২,৩২০ ডলারে (প্রায় ৪৬.৪ লাখ টাকা) ট্রেড করছে। CoinMarket Cap-এর তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে এটির বর্তমান বাজারদর ৫৬,৮৮৪ ডলার (প্রায় ৪২.৩ লাখ টাকা)। মুদ্রাটির মূল্য গত ২৪ ঘণ্টায় ১.২৭% হ্রাস পেয়েছে। গত সপ্তাহেই, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপ্রধান জো বাইডেন (Joe Biden) পরিকাঠামো সম্বন্ধিত একটি বিল স্বাক্ষর করেন, যেটির দ্বারা ডিজিটাল অ্যাসেট ব্রোকাররা, ২০২৩ থেকে শুরু হওয়া অভ্যন্তরীণ রাজস্ব পরিষেবা সংক্রান্ত সমস্ত রকম ট্রানজ্যাকশনের তথ্যের রেকর্ড রাখতে ও রিপোর্ট করতে চুক্তিবদ্ধ। এই বিল স্বাক্ষরের ঘটনার পর থেকে শুরু করে সপ্তাহভর ৯% এর ঊর্ধ্বে মূল্য হ্রাস ঘটিয়েছে বিশ্বের সবচেয়ে মূল্যবান এই মুদ্রা।

মূল্য হ্রাসের তালিকায় কেবল বিটকয়েনই নয়, রয়েছে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ মূল্যবান মুদ্রা ইথারও (Ether)। গত ২৪ ঘন্টায় বাজারদরে ০.৬৭ % পতন ঘটানোর পর, ভারতীয় এক্সচেঞ্জ Coinswitch Kuber-এর হিসেবে এটির বর্তমান ট্রেড মূল্য ৪,৫৭২ ডলার (প্রায় ৩.৪ লাখ টাকা)। অন্যদিকে, গ্লোবাল এক্সচেঞ্জ CoinMarket Cap-এর তথ্য অনুযায়ী, বিশ্ব বাজারে এটির মূল্য বর্তমানে ৪,১৭১ ডলার (প্রায় ৩.১ লাখ টাকা প্রায়)। রিপোর্ট বলছে, নভেম্বরের ১০ তারিখে, বাজার মূল্য ৪,৮৭০ ডলারের (প্রায় ৩.৬১ লাখ টাকা) সর্বোচ্চ সীমা পাড় করার পর, ইথারিয়াম শাখা নির্ভর মুদ্রাটির বাজারদর ১৩% মতো হ্রাস পেয়েছে।

AI নির্ভর ক্রিপ্টো বিনিয়োগ মাধ্যম Mudrex-এর সহ প্রতিষ্ঠাতা ও কর্ণধার ইদুল প্যাটেল (Edul Patel) জানান, গত ২৪ ঘন্টায় ক্রিপ্টো বাজার মোটামুটি একইরকম থেকেছে। বিটকয়েনের বাজারদর ৫৭,০০০ ডলারের (প্রায় ৪২.৪ লাখ টাকা) গন্ডিতে নেমে যাওয়ার পর, BTC-এর আধিপত্য ৪২% এরও বেশী নীচে নেমে গেছে, যা থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে এই মুহুর্তে বিটকয়েনের তুলনায় অল্টকয়েনের বাজারদর অধিক ‘বুলিশ’ (Bullish) ( ভবিষ্যতে উচ্চ বাজারদরের সম্ভাবনা রয়েছে এমন বিশ্বাস )। তাঁর মতে, আগামী ২৪ ঘন্টা ক্রিপ্টো বাজার একই সীমায় অবস্থান করবে।

রিপোর্ট অনুযায়ী, বিটকয়েন, ডোজকয়েনদের পিছনে ফেলে এই সপ্তাহের স্পটলাইট কেড়েছে অল্টকয়েনগুলি। কারডানো (Kardano), রিপল (Ripple), উনিসোয়াপ (Uniswap) এর মতো কয়েনগুলি গত ২৪ ঘণ্টায় লাভের মুখ দেখেলেও সামান্য পতন দেখা গিয়েছে পলকাডট (Polka-dot), টেথার (Tether)-এর বাজারদরে।

মিমভিত্তিক ক্রিপ্টো কয়েন, ডোজকয়েন (Dogecoin) ও শিবা ইনুর (Shiba Inu) বাজার মূল্য গত কয়েক সপ্তাহ ধরেই নিন্মমুখী রয়েছে। সেই ট্রেন্ড ধরে রেখেই, ডোজকয়েন গত ২৪ ঘন্টায় ১.২% মূল্য হ্রাস ঘটিয়ে বর্তমানে ০.২৪ ডলারে (প্রায় ১৮.২১ টাকা) ট্রেড করছে। তবে, শিবা ইনুর ক্ষেত্রে অবস্থার কিছুটা পরিবর্তন দেখা গিয়েছে। গত ২৪ ঘন্টায় ১.৪৬ % মূল্য বৃদ্ধি পাওয়ার পর এই মুহুর্তে মুদ্রাটির বাজারদর ০.০০০০৪৪ ডলারে (প্রায় ০.০০৩২৮৫ টাকা) এসে দাঁড়িয়েছে।

প্রসঙ্গত, চলতি বছরেই বিটকয়েন কে বৈধ মুদ্রা হিসেবে স্বীকৃতি দিয়েছে মধ্য আমেরিকার দেশ, এল সালভাদোর (El Salvador)। সম্প্রতি, খবরে উঠে এসেছে, দেশটির একটি বিটকয়েন সিটি তৈরির পরিকল্পনার কথাও। তবে, ক্রিপ্টো বাজার ‘বিটকয়েন সিটির’ বিষয়টিতে ইতিবাচক প্রতিক্রিয়া দেখায়নি।

অন্যদিকে, ফেসবুকের নাম ‘মেটা’য় (Meta) পরিবর্তিত হওয়ার পর থেকেই, মেটাভার্স গঠনের সংকল্প প্রমাণ করতে, ব্লকচেন গেমিং এবং মেটাভার্স সম্পর্কিত টোকেনগুলি একজোট হতে শুরু করেছে। CoinMarket Cap-এর তথ্য অনুযায়ী, স্যান্ডবক্স (Sandbox), গালা (Gala), ডিসেন্ট্রাল্যান্ড (Decentraland) সহ সমস্ত জনপ্রিয় মেটাভার্স মুদ্রাগুলি গত সপ্তাহের নিরিখে তুমুল মূল্য বৃদ্ধি ঘটিয়েছে।

RELATED ARTICLES

Most Popular