HomeTech NewsRedmi K40 Game Enhanced Edition দুর্দান্ত সাউন্ড কোয়ালিটি ও শক্তিশালী ব্যাটারি সহ...

Redmi K40 Game Enhanced Edition দুর্দান্ত সাউন্ড কোয়ালিটি ও শক্তিশালী ব্যাটারি সহ আগামীকাল লঞ্চ হচ্ছে

আগামীকাল চীনে লঞ্চ হচ্ছে Xiaomi-র সাব ব্র্যান্ড Redmi-র প্রথম গেমিং স্মার্টফোন Redmi K40 Game Enhanced Edition৷ বিগত কয়েকদিন ধরেই দেখা যাচ্ছে, শাওমি টিজার আপলোড করে ফোনটির গুরুত্বপূর্ণ ফিচারগুলি প্রকাশ করছে৷ রেডমি কে৪০ গেম এনহ্যান্সড এডিশন ১২০ হার্টজ রিফ্রেশ রেটের OLED ডিসপ্লে প্যানেল সহ আসার কথা গত পরশুদিন আমরা টিজার মারফত জানতে পেরেছিলাম৷ এবার, ফোনে সাউন্ডের মান কেমন হবে, সেই বিষয়ে শাওমি আভাস দিয়ে রাখলো।

আজ, লেটেস্ট টিজারে, শাওমি আপকামিং গেমিং স্মার্টফোনের সাউন্ড কোয়ালিটি প্রকাশ করেছে।
রেডমি কে৪০ গেম এনহ্যান্সড এডিশনে এক্সটার্নাল অ্যাম্পলিফায়ার, হেডসেট, ও সাউন্ড এফেক্ট সাপোর্ট থাকবে বলে শাওমি জানিয়েছে। এছাড়াও, এতে স্টিরিও ডুয়াল অ্যাম্পলিফায়ার, রেডিও এমআইসি রি-লেআউট, ডলবি এটমস, এবং হাই-রেজোলিউশন ডুয়াল গোল্ড স্টার্ন্ডার্ড অডিও আউটপুট থাকবে।

এর আগে জানা গিয়েছিল, কে৪০ গেম এনহ্যান্সড এডিশন স্মার্টফোনের তিন দিকে আল্ট্রা থিন বেজেল ও নীচে সরু চিন দেখা যাবে। এছাড়াও, OLED প্যানেলটি DCI-P3 কালার গ্যামেট, HDR10+, ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট ও ১.০৭ বিলিয়ন কালার ডিসপ্লে করতে পারবে। ফোনটির ট্রিপল ক্যামেরা সেটআপটি লম্বভাবে অবস্থান করবে। এছাড়া প্রাইমারি ক্যামেরা লেন্সের ওপরে এবং তৃতীয় লেন্সের নীচে লাইট রিং দেখা যাবে। রেডমি কে৪০ গেম এনহ্যান্সড এডিশনে মিডিয়াটেক ডাইমেনসিটি ১২০০ প্রসেসর ব্যবহার করা হবে।
এছাড়া রেডমি নিশ্চিত করে জানিয়েছে, ডিভাইসটি ৫০৬৫ এমএএইচ ব্যাটারি ও ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ আসবে।

ভারতেও রেডমি কে৪০ গেম এনহ্যান্সড এডিশন স্মার্টফোন আসার সথেষ্ট সম্ভাবনা আছে। M2104K10I মডেল নম্বর সহ ফোনটির ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট ইতিমধ্যে ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS)-এর ছাড়পত্রও পেয়েছে। খুব সম্ভবত এটি রিব্র্যান্ডেড হয়ে পোকো এফ সিরিজের ফ্ল্যাগশিপ ফোন হিসেবে ভারতে পা রাখতে পারে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

RELATED ARTICLES

Most Popular