HomeTech NewsReliance Jio গ্রাহকরা ৩৯৯ টাকার প্ল্যান রিচার্জ করুন ২৯৯ টাকায়, জানুন কিভাবে

Reliance Jio গ্রাহকরা ৩৯৯ টাকার প্ল্যান রিচার্জ করুন ২৯৯ টাকায়, জানুন কিভাবে

অন্যান্য টেলিকম অপারেটরদের থেকে Reliance Jio যে কিছুটা সস্তায় রিচার্জ প্ল্যান অফার করে তা আমরা সবাই জানি। তবে আপনি চাইলে এই প্ল্যানগুলি আরও সস্তায় পেতে পারেন। যেমন জিও-র জনপ্রিয় ৩৯৯ টাকার প্ল্যানটি ২৯৯ টাকা পরিশোধ করেই রিচার্জ করা সম্ভব। আজ্ঞে হ্যাঁ, Reliance Jio বিভিন্ন পার্টনারদের সাথে হাত মিলিয়ে এই সুযোগ তাদের গ্রাহকদের দিচ্ছে। আসুন কিভাবে জিও-র রিচার্জ প্ল্যানের ওপর ১০০ টাকা ছাড় পাওয়া যায় জেনে নিই।

Reliance Jio এর রিচার্জ প্ল্যানের ওপর ১০০ টাকা ডিসকাউন্ট

রিলায়েন্স জিও, জনপ্রিয় মোবাইল ওয়ালেট কোম্পানি, MobiKwik এর সাথে হাত মিলিয়ে এই অফারের ঘোষণা করেছে। এই অফারে জিও-র রিচার্জ প্ল্যানগুলির ওপর ১০০ টাকা ডিসকাউন্ট পাওয়া যাবে। তবে এরজন্য ৩৯৯ টাকা বা তার বেশি মূল্যের প্ল্যানগুলি রিচার্জ করতে হবে। যদিও এর কিছু শর্তও আছে।

১. MyJio ও Jio.com থেকে রিচার্জ করলেই এই অফারের ফায়দা মিলবে।

২. Jio POS Lite এর জন্য এই অফার উপলব্ধ নয়।

৩. রিচার্জ করার সময় পেমেন্ট গেটওয়ে হিসাবে MobiKwik কে বেছে নিতে হবে।

৪. রিচার্জ করার তিনদিন পর ক্যাশব্যাক ক্রেডিট হবে।

৫. কোনো গ্রাহক একবারই এই অফারের লাভ ওঠাতে পারবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

RELATED ARTICLES

Most Popular