Samsung Galaxy Z Flip 4 ফোনেও থাকবে Snapdragon 8+ Gen 1 প্রসেসর, ফাঁস সমস্ত স্পেসিফিকেশন

Published on:

জনপ্রিয় স্মার্টফোন নির্মাতা স্যামসাং তাদের পরবর্তী প্রজন্মের ফোল্ডেবল ফোনগুলি চলতি বছরের আগস্টে উন্মোচন করতে চলেছে। এগুলি Samsung Galaxy Z Fold 4 এবং Galaxy Z Flip 4 নামে আত্মপ্রকাশ করবে বলে জানা গেছে৷ এই সপ্তাহের শুরুতে এক নির্ভরযোগ্য টিপস্টার Samsung Galaxy Z Fold 4-এর সম্পূর্ণ স্পেসিফিকেশনের তালিকাটি ফাঁস করেছিলেন৷ এখন ওই টিপস্টারই Galaxy Z Flip 4-এর প্রধান স্পেসিফিকেশনগুলি প্রকাশ্যে এনেছেন।

স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ ৪-এর স্পেসিফিকেশন (Samsung Galaxy Z Flip 4 Expected Specifications)

টিপস্টার যোগেশ ব্রার টুইটারে দাবি করেছেন, স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ ৪-এ ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৭ ইঞ্চির ফুল-এইচডি+ সুপার অ্যামোলেড (sAMOLED) ফোল্ডেবল ডিসপ্লে থাকবে। অন্যদিকে, ফোনের বাইরের দিকে ২.১ ইঞ্চির সুপার অ্যামোলেড আউটার ডিসপ্লে দেখা যাবে বলে জানা গেছে।

পারফরম্যান্সের জন্য, ডিভাইসটি সম্প্রতি লঞ্চ হওয়া কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ চিপসেট দ্বারা চালিত হবে। এটিকে পূর্বে SM-F721U মডেল নম্বর সহ গিকবেঞ্চ (Geekbench) বেঞ্চমার্কিং প্ল্যাটফর্মে দেখা গিয়েছিল। এই সাইটের তালিকাটি প্রকাশ করে যে, আসন্ন গ্যালাক্সি জেড ফ্লিপ ৪-এ ৮ জিবি র‍্যাম এবং অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক অপারেটিং সিস্টেমের সাথে স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ চিপসেট দেখতে পাওয়া যাবে। টিপস্টার জানিয়েছেন যে, ফ্লিপ স্মার্টফোনটি ১২৮ জিবি এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে বাজারে আসবে।

ক্যামেরার ক্ষেত্রে, Samsung Galaxy Z Flip 4-এর ব্যাক প্যানেলে অবস্থিত ডুয়েল-ক্যামেরা সেটআপের মধ্যে ১২ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং ১২ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড লেন্স উপস্থিত থাকতে পারে। সেলফির জন্য ফোনের সামনে ১০ মেগাপিক্সেলের সেন্সর দেখা যেতে পারে। পাওয়ার ব্যাকআপের জন্য, Samsung Galaxy Z Flip 4-এ ৩,৭০০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি ব্যবহার করা হবে, যা ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। তা ছাড়া টিপস্টার প্রকাশ করেছেন যে, ডিভাইসটিতে ১০ ওয়াট ফাস্ট চার্জিংও অন্তর্ভুক্ত থাকবে।

সঙ্গে থাকুন ➥