HomeAutomobileTVS এর ইলেকট্রিক স্কুটার iQube পাওয়া যাবে ২০টি শহরে, আপনার এলাকা কি...

TVS এর ইলেকট্রিক স্কুটার iQube পাওয়া যাবে ২০টি শহরে, আপনার এলাকা কি আছে তালিকায়?

ভারতে ইলেকট্রিক টু-হুইলার সেগমেন্ট আজ পর্যন্ত যতটা প্রসারিত হয়েছে৷ তার পিছনে বিভিন্ন স্টার্টআপ কোম্পানির অবদান সবচেযে বেশি৷ তবে দেরিতে হলেও মেইনস্ট্রিম টু-হুইলার ব্র্যান্ডগুলি এই সেগমেন্ট নিয়ে ভাবনা চিন্তা শুরু করেছে, যার ফলশ্রুতি হিসেবে ইলেকট্রিক ভার্সনে নবরূপে ফিরে এসেছে Bajaj Chetak৷ আবার TVS লঞ্চ করেছে iQube ইলেকট্রিক স্কুটার৷ Chetak সহ বাজারের শীর্ষস্থানীয় ই-স্কুটারগুলিকে টেক্কা দিতে TVS এবার কোমর বেঁধে নামছে৷ কোম্পানির মেগা পরিকল্পনায় সেরকমই ইঙ্গিত পাওয়া যাচ্ছে৷

২০২২ অর্থবর্ষে টিভিএস ৫০০-৬০০ কোটি টাকা লগ্নি করার পরিকল্পনা করছে৷ যার মধ্যে বেশিরভাগ খরচ হবে ইলেকট্রিক ভেহিকল এবং উদীয়মান প্রযুক্তি ও পণ্যের ওপর৷ তাছাড়া ১৫০ কোটি টাকা আলাদা বৈদ্যুতিক গাড়ির প্রোজেক্টের জন্য বরাদ্দ হবে, যার মধ্যে থাকবে বৈদ্যুতিক থ্রি-হুইলার বিকাশের কাজ৷

টিভিএসের সিইও এবং ম্যানেজিং ডিরেক্টর কেএন রাধাকৃষ্ণণের কথায়, ভারতের ২০টি নতুন শহরে আইকিউব ইলেকট্রিক স্কুটার চালু করার পরিকল্পনা চলছে৷ সম্প্রসারণের কাজ চলতি অর্থবর্ষেই সম্পূর্ণ হয়ে যাবে বলে তাঁর বিশ্বাস৷ উল্লেখ্য, এটি প্রথমে বেঙ্গালুরু এবং তারপর দিল্লিতে লঞ্চ হয়েছিল৷

উক্ত দুটি শহরের পর আর কোথায় কোথায় টিভিএস আইকিউব পাওয়া যাবে, তা নিয়ে অবশ্য কোম্পানি মন্তব্য করেনি৷ তবে যে শহরগুলিতে ইলেকট্রিক টু-হুইলারের চাহিদা বেশি সেই জায়গাগুলি টিভিএস অগ্রাধিকার দিতে পারে৷ আবার স্টেশনের পরিকাঠামো কতটা উন্নত, শহর নির্বাচনের ক্ষেত্রে সেটা একটা কারণ হতে পারে৷ ফলে চলতি বছরে মুম্বাই চেন্নাই, পুনে হায়দরাবাদ, আমেদাবাদ, কলকাতা সহ একাধিক টিয়ার-১ সিটিতে টিভিএস আইকিউব লঞ্চ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে৷

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

RELATED ARTICLES

Most Popular