HomeTech Newsবিপদে Airtel ও Vodafone Idea! তিন সপ্তাহের মধ্যে দিতে হবে ৩০৫০ কোটি...

বিপদে Airtel ও Vodafone Idea! তিন সপ্তাহের মধ্যে দিতে হবে ৩০৫০ কোটি টাকা জরিমানা

DoT সম্প্রতি Vi-কে ২,০০০ কোটি টাকা এবং Bharti Airtel-কে ১,০৫০ কোটি টাকা জরিমানা দেওয়ার নির্দেশ দিয়েছে

কয়েক সপ্তাহ আগে সরকারের ঘোষণা করা নতুন ‘রিলিফ প্যাকেজ’-কে ঘিরে স্বস্তির নিঃশ্বাস ফেলতে শুরু করেছিল Bharti Airtel (ভারতী এয়ারটেল) বা Vi (ভোডাফোন আইডিয়া)-র মত টেলিকম সংস্থাগুলি। তবে অক্টোবরের শুরুতে, এবার এই টেলিকম অপারেটরগুলি একটি বড়সড় ধাক্কা খেয়েছে বলে মনে হচ্ছে! আসলে সেক্টর রেগুলেটর TRAI (ট্রাই) কর্তৃক পাঁচ বছর আগে দায়ের করা একটি সুপারিশের ভিত্তিতে টেলিকম ডিপার্টমেন্ট (DoT), সম্প্রতি Vi-কে ২,০০০ কোটি টাকা এবং Bharti Airtel-কে ১,০৫০ কোটি টাকা জরিমানা দেওয়ার নির্দেশ দিয়েছে। সূত্রের মতে, এই কোম্পানিগুলিকে আগামী তিন সপ্তাহ সময়ের মধ্যে উক্ত জরিমানার টাকা পরিশোধ করতে হবে।

আকস্মিক জরিমানা সম্পর্কে কী বলছে Airtel, Vi?

টেলিকম ডিপার্টমেন্টের এই নয়া ডিমান্ড নোটিশ সম্পর্কে ভারতী এয়ারটেলের মুখপাত্রের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন যে, সংস্থার বিরুদ্ধে আনা অভিযোগগুলি তুচ্ছ এবং উদ্দেশ্যপ্রণোদিত। তাই ২০১৬ সালে সুপারিশ হওয়া ট্রাই-এর অন্যায্য দাবিগুলি কার্যকরী হওয়ায় তাঁরা গভীরভাবে হতাশ। তাঁর মতে, এয়ারটেল উচ্চ মান বজায় রাখতে গর্ব করে এবং সর্বদা দেশের আইন মেনে চলে। ফলে সংস্থা এই নোটিশের বিরুদ্ধে চ্যালেঞ্জ জানাবে এবং উপলব্ধ আইনি বিকল্পগুলি অনুসরণ করবে বলে ওই কর্মকর্তা নিশ্চিত করেছেন।

এখনো পর্যন্ত, জরিমানার জেরে পড়া অন্য প্রাইভেট সংস্থা অর্থাৎ ভোডাফোন আইডিয়ার তরফে এই বিষয়ে কোনো মন্তব্য সামনে আসেনি।

ঠিক কী কারণে Airtel, Vi-এর জরিমানা

২০১৬ সালের অক্টোবরে, টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া (TRAI), রিলায়েন্স জিও (Reliance Jio) কে ইন্টার কানেক্ট পরিষেবা দিতে অস্বীকার করার অভিযোগে এয়ারটেল, ভোডাফোন এবং আইডিয়া (বর্তমানে একীভূত হয়ে Vi)-কে মোট ৩,০৫০ কোটি টাকা জরিমানা করার সুপারিশ করেছিল। ওই সময় জিও-র অভিযোগ ছিল যে, তার নেটওয়ার্কে ৭৫ শতাংশেরও বেশি কল ব্যর্থ হয়েছে এবং অন্যান্য সংস্থাগুলি পর্যাপ্ত সংখ্যক পয়েন্ট অব ইন্টারফেস (PoIs) প্রকাশ করছে না।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

RELATED ARTICLES

Most Popular