Vivo V19 ফোনে অ্যান্ড্রয়েড ১১ আপডেটের সাথে এল হাজার রকম সমস্যাও

Published on:

২০১৯ সালে Vivo V19 অ্যান্ড্রয়েড ৯ পাই বেসড ফানটাচ ওস ৯.২ ইউআই সহ লঞ্চ হয়েছিল। গত বছর এই ফোনে অ্যান্ড্রয়েড ১০ আপডেট আসে। এবার ভিভো ভি ১৯, অ্যান্ড্রয়েড ১১ বেসড ফানটাচ ওস ( Android 11 Funtouch OS) আপডেট পেতে শুরু করলো। কিছু ইউজার নতুন এই আপডেট পাওয়ার কথা সোশ্যাল মিডিয়ায় জানিয়েছে। যদিও কোম্পানির তরফে Vivo V19 ফোনে অ্যান্ড্রয়েড ১১ আপডেট রোল আউট করার কথা জানানো হয়নি।

রিপোর্ট অনুযায়ী, ভিভো ভি১৯ এর জন্য আসা অ্যান্ড্রয়েড ১১ আপডেটের ফার্মওয়্যার ভার্সন rev 6.73.6। আবার এর সাইজ ৩.২ জিবি। নতুন আপডেট ইনস্টল করার পর ফোনে, নোটিফিকেশন হিস্ট্রি, প্রায়োরিটি চ্যাট ফাংশন, চ্যাট বাবল, উন্নত মিডিয়া কন্ট্রোল ইত্যাদি ফিচার যুক্ত হবে।

https://mobile.twitter.com/VChdhry/status/1379803050768957441

আপনি যদি Vivo V19 ফোনটি ব্যবহার করেন তাহলে শীঘ্রই নতুন আপডেটের নোটিফিকেশন পেয়ে যাবেন। এছাড়াও ম্যানুয়ালি ফোনের Settings > Software update > Download and install স্টেপগুলি ফলো করে আপডেট এসেছে কিনা চেক করতে পারেন।

তবে জানিয়ে রাখি, এই আপডেট পাওয়ার পর কিছু ইউজার তাদের ফোনে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছেন। একজন ইউজার অভিযোগ করেছেন, আপডেটের পর ফোন আর মাইক্রোএসডি রিড করতে পারছে না। আবার অনেকে কিডস মোড না কাজ করার কথা জানিয়েছেন।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

সঙ্গে থাকুন ➥