HomeTech NewsXiaomi ফ্যানদের জন্য খারাপ খবর! গ্লোবাল মার্কেটে আসছে না এই দুই ফোন

Xiaomi ফ্যানদের জন্য খারাপ খবর! গ্লোবাল মার্কেটে আসছে না এই দুই ফোন

গতবছর Xiaomi তাদের সবচেয়ে প্রিমিয়াম স্মার্টফোন হিসেবে Mi 10 Ultra লঞ্চ করেছিল। যদিও দুঃখের বিষয় হল, মি ১০ আল্ট্রা কেবল চীনের মার্কেটে সীমাবদ্ধ অর্থাৎ এই ফোনটি গ্লোবাল মার্কেটে উপলব্ধ নয়। এ বছরও শাওমি একই সিদ্ধান্ত নিতে পারে বলে জল্পনা চলছে।

আসলে আজ চীনে Xiaomi তাদের চলতি বছরের সবচেয়ে বড় লঞ্চ ইভেন্টে একাধিক ডিভাইসের সাথে Mi Mix ও Mi 11 Pro ফোন দুটি লঞ্চ করবে। তবে Xiaomiui নামের একজন টুইটার ইউজার দাবি করেছেন, মি ১১ প্রো গ্লোবাল মার্কেটে লঞ্চ হবে না। ফোনটিকে কেবল চীনে পাওয়া যাবে। আবার Mi Mix ফোনটিও এক্সক্লুসিভ চীনে উপলব্ধ হবে এবং এই ফোনের কোড নেম হবে “cetus”।

তবে এতটুকু পড়ে যদি আপনার মন খারাপ হয়, তাহলে শান্ত হোন আপনার জন্য ভালো খবরও আছে। জানা গেছে, মি ১১ সিরিজের সবচেয়ে প্রিমিয়াম মডেল Mi 11 Ultra গ্লোবাল মার্কেটে লঞ্চ হবে। যদিও ভারতে এই ফোন আসবে কিনা সে ব্যাপারে আমরা এখনও নিশ্চিত নয়।

জানিয়ে রাখি মি ১১ আল্ট্রা স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসর সহ লঞ্চ হবে। এতে থাকবে ১২ জিবি র‌্যাম। এছাড়াও ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট ও ৫,০০০ এমএএইচ ব্যাটারি থাকবে। পিছনে দেখা যাবে ট্রিপিল ক্যামেরা সেটআপ।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

RELATED ARTICLES

Most Popular