Nothing আগামী 23 মার্চ লঞ্চ করছে প্রথম স্মার্টফোন, ইভেন্টের আয়োজন করে জল্পনা বাড়াল সংস্থা

কয়েক মাস আগে আমরা শুনতে পেয়েছিলাম যে, Nothing খুব শীঘ্রই স্মার্টফোন মার্কেটে পা রাখছে। গতমাসে, সংস্থার প্রতিষ্ঠাতা ও সিইও Carl Pei – একটি সোশ্যাল মিডিয়া…

কয়েক মাস আগে আমরা শুনতে পেয়েছিলাম যে, Nothing খুব শীঘ্রই স্মার্টফোন মার্কেটে পা রাখছে। গতমাসে, সংস্থার প্রতিষ্ঠাতা ও সিইও Carl Pei – একটি সোশ্যাল মিডিয়া পোস্টে Nothing স্মার্টফোন টিজ করেছিল। শোনা যাচ্ছিল ব্র্যান্ডটি আগামী মাসে অর্থাৎ এপ্রিলে এই ফোনটি বাজারে আনবে। তবে তার আগে Nothing চলতি মাসের ২৩ মার্চ The Truth ইভেন্টের আয়োজন করেছে।

Nothing The Truth ইভেন্ট অনুষ্ঠিত হবে 23 March

নার্থিং জানিয়েছে, তারা আগামী ২৩ মার্চ দা ট্রুথ ইভেন্টের আয়োজন করেছে? যদিও কোনো প্রোডাক্ট এই ইভেন্টে লঞ্চ করা হবে কিনা, সে বিষয়ে কিছু বলা হয়নি। সেক্ষেত্রে, কিছু রিপোর্টে বলা হয়েছে, নার্থিং এই ইভেন্টে ২০২২ এর রোডম্যাপ শেয়ার করতে পারে। অর্থাৎ ‌কোন মাসে কী প্রোডাক্ট লঞ্চ করা হবে সে বিষয়ে জানাবে।

Nothing- এর প্রথম স্মার্টফোনের ছবি ফাঁস

গতকাল টিপস্টার ইভান ব্লাস একটি ছবি শেয়ার করেন, যেখানে কার্ল পেই এর হাতে একটি নতুন স্মার্টফোন দেখতে পাওয়া গেছে। ছবিটি দেখে বলা যায় যে, কোম্পানির প্রতিষ্ঠাতা কাউকে ডিভাইসটি দেখাচ্ছে। পিছনের প্যানেলটি কালো রঙের এবং এতে এলইডি ফ্ল্যাশ সহ একটি বৃত্তাকার ক্যামেরা মডিউল দেখতে পাওয়া গেছে। ছবিতে দেখানো ডিভাইসটি একটি প্রোটোটাইপ মডেল হওয়ার সম্ভাবনাই বেশি।

আগেই বলেছি, গতমাসে কার্ল পেই ইঙ্গিত দিয়েছিল যে নাথিং কোয়ালকম স্ন্যাপড্রাগন-সিরিজের প্রসেসর দ্বারা চালিত একটি নতুন স্মার্টফোনের ওপর কাজ করছে এবং এটি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে রান করবে। ফোনটির নাম রাখা হতে পারে Nothing Phone (1)