23 জুলাই আসছে Nubia-র দুর্ধর্ষ ফোন, থাকবে 50+50+64MP ক্যামেরা ও 6,000mah ব্যাটারি

নুবিয়া চীন এবং বিশ্ব বাজারে তাদের নুবিয়া জেড৬০ আল্ট্রা স্মার্টফোনটির নতুন ভার্সন লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে, যার নাম সম্ভবত নুবিয়া জেড৬০এস আল্ট্রা হবে। ব্র্যান্ড ঘোষণা…

নুবিয়া চীন এবং বিশ্ব বাজারে তাদের নুবিয়া জেড৬০ আল্ট্রা স্মার্টফোনটির নতুন ভার্সন লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে, যার নাম সম্ভবত নুবিয়া জেড৬০এস আল্ট্রা হবে। ব্র্যান্ড ঘোষণা করেছে যে এতে একটি “লিডিং এডিশন” স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর রয়েছে, যা স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ চিপকে প্রতিস্থাপন করবে। জানিয়ে রাখি, এই লিডিং এডিশনটি আসলে এসডি ৮ জেন ৩ প্রসেসরের ওভারক্লকড সংস্করণ। আসন্ন ফোনটি কি কি অফার করতে পারে, আসুন জেনে নেওয়া যাক।

নুবিয়া জেড৬০ আল্ট্রা ফোনের নতুন সংস্করণ এমাসেই আসছে বাজারে

কোম্পানি জানিয়েছে যে, তাদের নুবিয়া জেড৬০ আল্ট্রা স্মার্টফোনের নতুন সংস্করণটি চীন এবং গ্লোবাল মার্কেটে ২৩ জুলাই উন্মোচন করা হবে। যদিও ব্র্যান্ডটি আনুষ্ঠানিকভাবে নতুন সংস্করণের নাম ঘোষণা করেনি, শোনা যাচ্ছে এটিকে নুবিয়া জেড৬০এস আল্ট্রা বলা হতে পারে।

নতুন প্রসেসর ছাড়া, ডিভাইসটি অন্য কোনও পরিবর্তনের সাথে আসবে বলে আশা করা হচ্ছে না। আশা করা হচ্ছে যে, ডিভাইসটি ৬.৮ ইঞ্চির ১.৫কে রেজোলিউশনের ওলেড ডিসপ্লে আসবে, যা ১,৫০০ নিট পিক ব্রাইটনেস এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট অফার করবে। ডিভাইসটি ২৪ জিবি পর্যন্ত এলপিডিডিআর৫এক্স র‍্যাম এবং ১ টিবি ইউএফএস ৪.০ স্টোরেজ সহ লঞ্চ হতে পারে।

নুবিয়া জেড৬০এস আল্ট্রা মডেলে সম্ভবত আইপি৬৮ ধুলো ও জল প্রতিরোধী রেটিং থাকবে এবং ফোনটি ৮০ ওয়াট ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৬,০০০ এমএএইচ ব্যাটারির সাথে আসবে বলে আশা করা হচ্ছে। ফটোগ্রাফির জন্য, ডিভাইসটিতে সম্ভবত ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, একটি ৫০ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড সেন্সর এবং একটি ৬৪ মেগাপিক্সেলের ৩.২এক্স পেরিস্কোপ টেলিফোটো ক্যামেরা থাকবে, যার তিনটিতেই অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন সাপোর্ট মিলবে৷ আর ফোনের সামনে সম্ভবত একটি ১২ মেগাপিক্সেলের আন্ডার-ডিসপ্লে ফ্রন্ট ক্যামেরা থাকবে।