Xiaomi 11 Ultra ও Poco X3 GT ব্যবহারকারীদের জন্য চলে এল Android 12 ও MIUI 13 আপডেট

শাওমি, রেডমি, পোকোর নির্বাচিত স্মার্টফোনগুলোতে জানুয়ারি থেকে Android 12-এর উপর ভিত্তি করে MIUI 13 আপডেট রোলআউটের সূচনা হয়েছে। সাম্প্রতিক কালে সংস্থার অনেক প্রিভিয়াম ও মিড-রেঞ্জে হ্যান্ডসেটে ওই আপডেট ঢোকার খবর সামনে এসেছে। এবার Mi 11 Ultra এবং Poco X3 GT-এর আর্ন্তজাতিক সংস্করণে Android 12 নির্ভর MIUI 13 সফটওয়্যার আপডেট পেতে শুরু করল।

Mi 11 Ultra ফ্ল্যাগশিপ স্মার্টফোনের EEA এবং Global ভ্যারিয়েন্টের জন্য বর্তমানে MIUI 13 আপডেট লাইভ রয়েছে। শাওমির মোবাইল অপারেটিং সিস্টেমের নতুন ভার্সনটি ওই দুটি সংস্করণে যথাক্রমে 13.0.5.0.SKAEUXM and V13.0.2.0.SKAMIXM বিল্ড নম্বরের সাথে এসেছে।

অন্য দিকে, আর্ন্তজাতিক বাজারে Poco X3 GT আদতে Redmi Note 10 Pro 5G-এর রিব্র্যান্ডেড ভার্সন। এখন কেবলমাত্র ইন্দোনেশিয়ায় স্মার্টফোনটির ব্যবহারকারীদের কাছে MIUI 13 উপলব্ধ। নতুন সফটওয়্যার আপডেটটির বিল্ড নম্বর V13.0.1.0.SKPIDXM‌।

এমআইইউআই এর নতুন ফিচারের পাশাপাশি, লেটেস্ট সিস্টেম আপডেটটি অ্যান্ড্রয়েড ১১ ভার্সনকে অ্যান্ড্রয়েড ১২-এ আপডেট করেছে। যথারীতি, এটি ব্যাচ ধরে রোলআউট চলছে এবং প্রত্যেক ব্যবহারকারীর কাছে পৌঁছতে কিছুটা সময় লাগবে। আগামী দিনে ফোনগুলির রিজিওনাল ভ্যারিয়েন্টেও নয়া আপডেটটি মিলবে বলে আশা করা যায়।