হ্যাক হবে না, OnePlus 10R 5G ফোনের জন্য এল গুরুত্বপূর্ণ আপডেট

OnePlus তাদের বিভিন্ন রেঞ্জের স্মার্টফোনের জন্য লেটেস্ট সফ্টওয়্যার আপডেট রিলিজ করছে। আজ OnePlus 10R 5G মডেলের জন্য তিনটি বড় আপডেট রোলআউট করা হয়েছে। এই আপডেটের…

OnePlus তাদের বিভিন্ন রেঞ্জের স্মার্টফোনের জন্য লেটেস্ট সফ্টওয়্যার আপডেট রিলিজ করছে। আজ OnePlus 10R 5G মডেলের জন্য তিনটি বড় আপডেট রোলআউট করা হয়েছে। এই আপডেটের ভার্সন নম্বর OxygenOS 14.0.0.620। এর সাথে চলতি বছরের জুন মাসের অ্যান্ড্রয়েড সিকিউরিটি প্যাচ অন্তর্ভুক্ত করা হয়েছে। নীচে আপডেটের সম্পূর্ণ চেঞ্জলগ দেওয়া হল –

OnePlus 10R 5G ফোনে আসা OxygenOS 14.0.0.620 আপডেটের চেঞ্জলগ

সিস্টেম (System)

  • নতুন আপডেটের পর এখন কুইক সেটিংস থেকেই ভলিউম লেভেল নিয়ন্ত্রণ করা যাবে৷
  • ডিভাইস আনলক করার সময় লক স্ক্রীন প্যাটার্ন দেখা যাবে নাকি যাবে না তা বেছে নেওয়ার বিকল্প নিয়ে আসা হয়েছে।
  • সোয়াইপ আপ করে মিনি উইন্ডো বন্ধ যাবে।
  • সিস্টেমের নিরাপত্তা বাড়াতে জুন ২০২৪ অ্যান্ড্রয়েড সিকিউরিটি প্যাচ রিলিজ করা হয়েছে।
  • নতুন আপডেট সামগ্রিক সিস্টেমের স্থায়িত্ব উন্নত করবে।

জানিয়ে রাখি, OxygenOS 14.0.0.620 সফ্টওয়্যার সংস্করণের সাথে আসা এই আপডেটটি বর্তমানে শুধুমাত্র ভারতীয় OnePlus 10R 5G স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য রোলআউট করা হচ্ছে। এক্ষেত্রে আপডেটটি পর্যায়ক্রমে রিলিজ করার কারণে কিছু অঞ্চলের মানুষ আগে পাবেন, আবার কিছু ব্যবহারকারীর জন্য তুলনায় দেরিতে আপডেটটি উপলব্ধ হবে।

সেক্ষেত্রে আপনারা যদি এখনো আপডেট না পেয়ে থাকেন তবে ম্যানুয়ালি চেক করতে পারেন। এর জন্য প্রথমেই সেটিংস পেজে চলে যেতে হবে। এবার “অ্যাবাউট ডিভাইস” বিকল্প চয়ন করুন। যদি আপডেট এসে থাকে, তবে তা এখানে প্রদর্শিত হবে।

যদি আপডেট ইনস্টলের পর বাগ সংক্রান্ত কোনো সমস্যা দেখা দেয়, তাহলে *#800# নম্বরে ডায়াল করে সংস্থার কাছে অভিযোগ দায়ের করতে পারবেন।