Sale: OnePlus 9 Pro এর ওপর ৪০০০ টাকা ডিসকাউন্ট, Jio গ্রাহকরা পাবে ৬০০০ টাকা বেনিফিট

OnePlus কয়েকদিন আগেই ভারতে লঞ্চ করেছে ওয়ানপ্লাস ৯ সিরিজ। এই সিরিজের তিনটি ফোন ভারতে এসেছে – OnePlus 9, OnePlus 9 Pro, এবং OnePlus 9R। এরমধ্যে প্রো…

OnePlus কয়েকদিন আগেই ভারতে লঞ্চ করেছে ওয়ানপ্লাস ৯ সিরিজ। এই সিরিজের তিনটি ফোন ভারতে এসেছে – OnePlus 9, OnePlus 9 Pro, এবং OnePlus 9R। এরমধ্যে প্রো ভার্সনটি আজ প্রথমবার সেলে বিক্রয়ের জন্য উপলব্ধ হয়েছে। ই-কমার্স সাইট Amazon ও কোম্পানির নিজস্ব সাইট oneplus.in থেকে ফোনটি কেনা যাবে। যদিও কেবল অ্যামাজন প্রাইম মেম্বার ও রেড কেবল ক্লাব মেম্বাররা এই সুযোগ পাবেন। আগামীকাল থেকে সব্বাই ওয়ানপ্লাস ৯ প্রো কেনার সুযোগ পাবেন বলে কোম্পানির তরফে নিশ্চিত করা হয়েছে।

OnePlus 9 Pro দাম

ভারতে ওয়ানপ্লাস ৯ প্রো-র দাম শুরু হয়েছে ৬৪,৯৯৯ টাকা থেকে। ফোনটির ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজর মূল্য এটি। আবার এর ১২ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট কেনার জন্য খরচ করতে হবে ৬৯,৯৯৯ টাকা। ফোনটি পাইন গ্রিন, স্টেলার ব্ল্যাক, মর্নিং মিস্ট কালার অপশনে এটি পাওয়া যাবে।

OnePlus 9 Pro এর অফার

সেল উপলক্ষ্যে Amazon ওয়ানপ্লাস ৯ প্রো এর ওপর আকর্ষণীয় অফারের ঘোষণা করেছে। যেমন SBI এর ক্রেডিট কার্ড গ্রাহকরা ৪,০০০ টাকা ছাড় পাবেন। ১০ শতাংশ ছাড় দেওয়া হবে American Express cards হোল্ডারদের। আবার ফোনটি ৯ মাসের নো কস্ট ইএমআই-এও কেনা যাবে।

অন্যদিকে ওয়ানপ্লাস ক্রেতাদের ১ বছরের জন্য ৬ জিবি ক্লাউড স্টোরেজ অফার করছে। শুধু তাই নয়, জিও গ্রাহকরা পাবে ৬,০০০ টাকা বেনিফিট।

OnePlus 9 Pro এর স্পেসিফিকেশন

ওয়ানপ্লাস ৯ প্রো ফোনে আছে ৬.৭ ইঞ্চি QHD+ (১৪৪০x৩২১৬ পিক্সেল) রেজোলিউশনের LTPO ফ্লুইড অ্যামোলেড ডিসপ্লে। ডিসপ্লের প্রোটেকশনের জন্য ব্যবহার করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস ৫। এই ডিসপ্লের রিফ্রেশ রেট ১২০ হার্টজ। ফোনটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসর দ্বারা চালিত হবে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে আছে Wrap Charge 65T ও ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট সহ ৪,৫০০ এমএএইচ ডুয়েল ব্যাটারি।

OnePlus 9 Pro ফোনের পিছনে কোয়াড ক্যামেরা বর্তমান। এই ক্যামেরাগুলি হল এফ/১.৮ লেন্স সহ ৪৮ মেগাপিক্সেল Sony IMX789 প্রাইমারি সেন্সর, এফ/২.২ আল্ট্রা-ওয়াইড ফ্রিফর্ম লেন্স সহ ৫০ মেগাপিক্সেল Sony IMX766 সেকেন্ডারি সেন্সর, এফ/২.৪ লেন্সের সঙ্গে ৮ মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা ও ২ মেগাপিক্সেল মনোক্রোম ক্যামেরা। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এই ফোনের সামনে এফ/২.৪ লেন্স ও ইলেকট্রনিক ইমেজ স্ট্যাবিলাইজেশন সাপোর্ট সহ ১৬ মেগাপিক্সেল Sony IMX471 সেন্সর আছে। ফোনটি অ্যান্ড্রয়েড ১১ বেসড অক্সিজেনওএস ১১-এ চলে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন