OnePlus Nord 2 CE ফোনের সমস্ত স্পেসিফিকেশন লঞ্চের আগেই ফাঁস, দাম জেনে নিন

চলতি বছরের শুরুতে OnePlus তাদের Nord সিরিজের নতুন ফোন হিসেবে Nord Core Edition লঞ্চ করেছিল। এই ফোনটি গতবছরে আসা OnePlus Nord এর নতুন ভার্সন হিসেবে…

চলতি বছরের শুরুতে OnePlus তাদের Nord সিরিজের নতুন ফোন হিসেবে Nord Core Edition লঞ্চ করেছিল। এই ফোনটি গতবছরে আসা OnePlus Nord এর নতুন ভার্সন হিসেবে এসেছিল। এখন শোনা যাচ্ছে, সংস্থাটি Nord সিরিজের নতুন ফোনের উপর কাজ করছে। এই ফোনটির নাম রাখা হতে পারে OnePlus Nord 2 CE, যার মডেল নম্বর IV2201 এবং কোডনেম Ivan। ফোনটি ইতিমধ্যেই ভারতের ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস বা বিআইএস (BIS) সার্টিফিকেশন সাইটের ছাড়পত্র লাভ করেছে। এখন OnePlus Nord 2 CE ফোনের প্রায় সম্পূর্ণ স্পেসিফিকেশন ফাঁস হল।

ওয়ানপ্লাস নর্ড ২ সিই ফোনের স্পেসিফিকেশন ফাঁস (OnePlus Nord 2 CE Specifications Leak)

ওয়ানপ্লাস নর্ড ২ সিই ফোনে থাকতে পারে ৬.৪ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে। এই ডিসপ্লে ৯০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। এই ফোনে ব্যবহার করা হতে পারে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯০০ ৫জি প্রসেসর। ফোনটি ৬ জিবি/১২ জিবি র‌্যাম ও ১২৮ জিবি/২৫৬ জিবি স্টোরেজ সহ আসতে পারে।

ওয়ানপ্লাস নর্ড ২ সিই ফোনে ফটোগ্রাফির জন্য থাকতে পারে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। এই ক্যামেরাগুলি হল ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি OmniVision সেন্সর, ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স ও ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা থাকতে পারে।

OnePlus Nord 2 CE ফোনটি অ্যান্ড্রয়েড ১২ বেসড অক্সিজেনওএস ১২ অপারেটিং সিস্টেমে চলতে পারে। এই ফোনে ৪,৫০০ এমএএইচ ব্যাটারি থাকতে পারে, যার সাথে ৬৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করতে পারে।

ওয়ানপ্লাস নর্ড ২ সিই ফোনের দাম ও উপলব্ধতা (OnePlus Nord 2 CE Price, Availability)

ওয়ানপ্লাস নর্ড ২ সিই ফোনটি আগামী বছরের শুরুতে লঞ্চ হতে পারে। ভারতে এর দাম রাখা হতে পারে ২৪,০০০-২৮,০০০ টাকার মধ্যে।