Oppo PGJM10: 67W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ আসছে নয়া ওপ্পো স্মার্টফোন

স্মার্টফোন নির্মাতা ওপ্পো (Oppo) শীঘ্রই বাজারে একটি নতুন মিড-রেঞ্জ স্মার্টফোন লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। যদিও এখনও অবধি এই ডিভাইসটির নামটি জানা যায়নি। তবে এই নতুন ফোনকে মডেল নম্বর সহ চীনের চীনের 3C সার্টিফিকেশন সাইটে স্পট করে হয়েছে। সাইটের লিস্টিং থেকে জানা গেছে যে, এক স্মার্টফোনটি একটি সিঙ্গেল-সেল ব্যাটারি দ্বারা চালিত হবে। চলতি বছরের শেষের দিকে এই স্মার্টফোনটি লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে।

নতুন Oppo স্মার্টফোন লাভ করলো 3C- এর সার্টিফিকেশন

PGJM10 মডেল নম্বর সহ নতুন ওপ্পো হ্যান্ডসেটটি চীনের 3C (CCC) সার্টিফিকেশন সাইট থেকে অনুমোদন লাভ করেছে, যা থেকে অনুমান করা হচ্ছে ডিভাইসটি শীঘ্রই বাজারে আত্মপ্রকাশ করতে পারে। ওপ্পো পিজিজেএম১০-এর 3C সার্টিফিকেশনটি প্রকাশ করেছে, যে এই আসন্ন ফোনে ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি সাপোর্ট করবে এবং এতে একটি সিঙ্গেল-সেল ব্যাটারিও থাকবে।

প্রসঙ্গত, টিপস্টার হোয়াইল্যাব (WHYLAB) দাবি করেছেন যে, Oppo PGJM10 ফোনটি ব্র্যান্ডের একটি মিড-রেঞ্জ ডিভাইস হিসেবে বাজারে আসবে। এতে Realme GT Neo 3 এর মত একটি ফ্লেক্সিবল OLED স্ক্রিনও থাকতে পারে বলে মনে করা হচ্ছে। আপাতত এই ওপ্পো হ্যান্ডসেটটি সম্পর্কে এই তথ্যগুলিই সামনে এসেছে। তবে, যেহেতু ফোনটি ইতিমধ্যেই তার প্রথম সার্টিফিকেশনটি পাস করেছে, তাই আশা করা যায় শীঘ্রই আরও কিছু সার্টিফিকেশন সাইট এবং রিপোর্ট থেকে এটির সম্পর্কে বিশদে জানতে পারা যাবে। বলাই বাহুল্য ওপ্পোও এখনও এই স্মার্টফোনটি সম্পর্কে কোনও তথ্য প্রকাশ করেনি।

উল্লেখ্য, ওপ্পো চলতি মাসের ১২ তারিখ আপকামিং Oppo F21 Pro সিরিজটি ভারতে উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে। এই সিরিজের অধীনে দুটি ফোন থাকবে- F21 Pro 4G এবং F21 Pro 5G। ৪জি কানেক্টিভিটি যুক্ত মডেলটি ৬.৪৩ ইঞ্চির ৯০ হার্টজ অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে, ৬৪ মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ এবং কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর সহ আসবে। অন্যদিকে, ৫জি মডেলে ৬.৪৩ ইঞ্চির ৬০ হার্টজ অ্যামোলেড (AMOLED) স্ক্রিন, একই ৬৪ মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা এবং কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর ব্যবহার করা হবে বলে আশা করা হচ্ছে৷