Oppo আনছে নতুন ফোন, MediaTek Dimensity 920 প্রসেসর সহ থাকবে 60W সুপার ফ্ল্যাশ চার্জিং

খুব সম্প্রতি আত্মপ্রকাশ ঘটা Oppo Reno 7 সিরিজে একটা বিষয়ে বৈচিত্র্য লক্ষ্য করা গিয়েছে। আর সেটা হল প্রসেসর। এই সিরিজের ফোনগুলিতে Qualcomm Snapdragon 778G, MediaTek…

খুব সম্প্রতি আত্মপ্রকাশ ঘটা Oppo Reno 7 সিরিজে একটা বিষয়ে বৈচিত্র্য লক্ষ্য করা গিয়েছে। আর সেটা হল প্রসেসর। এই সিরিজের ফোনগুলিতে Qualcomm Snapdragon 778G, MediaTek Dimensity 1200-Max, ও Dimensity 900 চিপসেট দেওয়া হয়েছিল। নতুন রিপোর্ট বলছে, Oppo এবার Dimensity 920 প্রসেসর দিয়ে একটি হ্যান্ডসেট লঞ্চ করার পরিকল্পনা করছে। ফোনের নাম অজানা, কিন্তু Dimensity 920 প্রসেসরযুক্ত সেই Oppo ডিভাইসের স্পেসিফিকেশনগুলি ও দাম অনলাইনে ফাঁস হয়েছে। জানা গিয়েছে যে, ওপ্পোর আসন্ন ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা, এবং ৬০ ওয়াট সুপার ফ্ল্যাশ চার্জিং সাপোর্ট-সহ ৪,৫০০ এমএএইচ ব্যাটারি থাকবে।

টিপস্টার আর্সেনাল চীনা মাইক্রোব্লগিং সাইট ওয়েইবোয় ফোনটির বিষয়ে জানিয়েছে। টিপস্টারের মতে Oppo-র নতুন স্মার্টফোন ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে আসবে। দাম হবে যথাক্রমে ১,৯৯৯ ইউয়ান (প্রায় ২৩,৪০০ টাকা) এবং ২,২৯৯ ইউয়ান (প্রায় ২৬,৯০০ টাকা)।

টিপস্টার আরও বলেছেন, ওপ্পোর সেই ফোন ৬.৪৩ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লের সঙ্গে আসবে, যা ৯০ হার্টজ রিফ্রেশ রেট ও ১,৩০০ নিটস পিক ব্রাইটনেস অফার করবে। হাত থেকে পড়ে গিয়ে যাতে স্ক্র্যাচ না পড়ে, তার জন্য ডিসপ্লেটি কর্নিং গরিলা গ্লাসের আবরণে সুরক্ষিত থাকবে। এতে গত অগস্টে লঞ্চ হওয়া মিডিয়াটেক ডাইমেনসিটি ৯২০ প্রসেসর দেওয়া হবে।

ফটোগ্রাফির জন্য উল্লেখিত ওপ্পো হ্যান্ডসেটে দেখা যাবে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ – ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, একটি সনি আইএমএক্স৩৫৫ আল্ট্রাওয়াইড ক্যামেরা, এবং একটি ৪ সেমি ফোকাল লেংথের ম্যাক্রো ক্যামেরা। সেল্ফি ও ভিডিও কলের জন্য ফোনের সামনে দেওয়া হতে পারে ১৬ মেগাপিক্সেল সেল্ফি ক্যামেরা।