Unisoc পরিচালিত ফোনে গুরুতর সমস্যা, দূর থেকেই হ্যাকাররা অকেজো করে দিতে পারে ডিভাইস

Unisoc প্রসেসর পরিচালিত স্মার্টফোনে সমস্যার কথা জানালো সাইবার অ্যানালিসিস ফার্ম, চেক পয়েন্ট রিসার্চ (Check Point Research)। তারা জানিয়েছে, এই সমস্ত ফোনে দূর থেকেই হ্যাকাররা কমিউনিকেশন…

Unisoc প্রসেসর পরিচালিত স্মার্টফোনে সমস্যার কথা জানালো সাইবার অ্যানালিসিস ফার্ম, চেক পয়েন্ট রিসার্চ (Check Point Research)। তারা জানিয়েছে, এই সমস্ত ফোনে দূর থেকেই হ্যাকাররা কমিউনিকেশন ব্লক করতে পারে। এই সমস্যাটি চিপসেটের মডেম ফার্মওয়্যারের মধ্যে লুকিয়ে আছে এবং 4G ও 5G চিপেই ত্রুটিটি বিদ্যমান। Unisoc এর তরফেও সমস্যার কথা স্বীকার করে নেওয়া হয়েছে এবং তারা এই ত্রুটি কে ১০ এর মধ্যে ৯.৪ রেটিং দিয়েছে। ফলে সমস্যাটি যে গুরুতর তা বলার অপেক্ষা রাখে না।

চেক পয়েন্ট রিসার্চ তাদের রিপোর্টে দাবি করেছে যে, CVE-2022-20210 নাম দেওয়া এই ত্রুটিটি নন-অ্যাক্সেস স্ট্রাটাম (Non-Access Stratum) ম্যাসেজ স্ক্যান করার সময় খুঁজে পাওয়া যায়। এই ত্রুটির সুযোগ নিয়ে হ্যাকাররা দূর থেকে ডিভাইসের রেডিও কমিউনিকেশন বন্ধ করে দিতে পারে।

চেক পয়েন্ট রিসার্চ এর গবেষকরা সর্বপ্রথম Unisoc T700 প্রসেসর পরিচালিত Motorola Moto G20 ফোনে এই ত্রুটিটি খুঁজে পায়। চলতি বছরের জুন মাসের অ্যান্ড্রয়েড সিকিউরিটি প্যাচে এই সমস্যার কথা উল্লেখ আছে। গবেষকরা জানিয়েছেন, মোটোরোলা ছাড়াও এই প্রসেসর পরিচালিত সমস্ত ফোনে ত্রুটিটি রয়েছে।

সাংহাই ভিত্তিক চিপমেকারটিও এই সমস্যার কথা স্বীকার করে নিয়েছে। এবং তারা ত্রুটিটি যে গুরুতর তা ১০ এর মধ্যে ৯.৪ রেট দিয়ে বুঝিয়ে দিয়েছে। যদিও সমস্যা সমাধানে এখনো পর্যন্ত কোনো আপডেট রিলিজ করা যায়নি। তবে গুগল আপকামিং সিকিউরিটি আপডেটে এই বিষয়ে একটি প্যাচ রিলিজ করবে বলে সিকিউরিটি ফার্মটি তাদের রিপোর্টে উল্লেখ করেছে। Unisoc জানিয়েছে তাদের ১১ শতাংশ স্মার্টফোন এই সমস্যার সম্মুখীন হতে পারে।