দুর্দান্ত ডিসপ্লে ও হেলথ ফিচার সহ Garmin Venu 2, Garmin Venu 2S স্মার্টওয়াচ ভারতে লঞ্চ হল

জনপ্রিয় ওয়্যারেবল ব্র্যান্ড Garmin, ভারতীয় বাজারে Venu 2 এবং Venu 2S নামের দুটি নতুন স্মার্টওয়াচ লঞ্চ করল। ভেনু সিরিজের অন্তর্গত এই দুটি স্মার্টওয়াচ, গরিলা গ্লাস ৩ প্রটেকশন সহ AMOLED টাচস্ক্রিন ডিসপ্লে, বডি ব্যাটারি এনার্জি মনিটরিং টেকনোলজি, হেলথ স্ন্যাপশট ফিচার এবং ২৫টিরও বেশি বিল্ট-ইন স্পোর্টস মোডের সাথে এসেছে। এছাড়া, হার্ট রেট ডিটেকশন, ব্লাড অক্সিজেন লেভেল এবং স্ট্রেস লেভেল ট্র্যাক করার জন্য বেশ কয়েকটি হেলথ ফিচারও অন্তর্ভুক্ত রয়েছে। এই দুটি স্মার্টওয়াচই, একটানা ১১ দিন পর্যন্ত ব্যাটারি লাইফ অফার করবে, বলে সংস্থাটির দাবি। তাহলে চলুন এবার গারমিন ভেনু ২ এবং গারমিন ভেনু ২ এস স্মার্টওয়াচ দুটির দাম ও বিশেষত্ব জেনে নেওয়া যাক।

Garmin Venu 2, Garmin Venu 2S স্মার্টওয়াচের দাম ও প্রাপ্যতা

নবাগত গারমিন ভেনু ২ মডেলটিকে ভারতে ৪১,৯৯০ টাকায় লঞ্চ করা হয়েছে। এটিকে, সিলভার বেজেল সহ গ্রানাইট ব্লু কেস এবং সিলিকন ব্যান্ড ও স্লেট বেজেল সহ ব্ল্যাক কেস – এই দুটি কালার ভ্যারিয়েন্টের সাথে নিয়ে আসা হয়েছে। গারমিন তাদের এই নয়া স্মার্টওয়াচকে Amazon, Flipkart, Tata CliQ এবং synergizer.co.in. ওয়েবসাইট থেকে বিক্রি করবে।

অন্যদিকে গারমিন ভেনু ২ এস স্মার্টওয়াচটির দাম পূর্ববর্তী মডেলের তুলনায় খানিকটা কম, অর্থাৎ, ৩৭,৯৯০ টাকা ধার্য করে হয়েছে। এটিকে, স্লেট বেজেল সহ গ্রাফাইট কেস এবং সিলিকন ব্যান্ড ও রোজ গোল্ড বেজেল সহ ওয়াইট কেস – এই দুটি কালার ভ্যারিয়েন্টে উপলব্ধ করা হয়েছে। এই ওয়্যারেবলটিকে, প্রাইম ডে পর্যন্ত শুধুমাত্র অ্যামাজন থেকে পাওয়া যাবে।

Garmin Venu 2, Garmin Venu 2S স্মার্টওয়াচের স্পেসিফিকেশন

গারমিন ভেনু ২ এবং গারমিন ভেনু ২ এস মডেল দুটির ফিচার ও লুক প্রায় অনুরূপ। তবে স্ট্রাকচার এবং পাওয়ার ব্যাকআপে সামান্য তারতম্য দেখা যাবে। যেমন, গারমিন ভেনু ২ স্মার্টওয়াচটির ডায়াল সাইজ ৪৫ মিমি এবং গারমিন ভেনু ২ এস মডেলটির ডায়াল সাইজ ৪০ মিমি। আবার পাওয়ার ব্যাকআপের দিক থেকে, ৪৯ গ্রাম ওজনের ভেনু ২ মডেলটি – পাওয়ার মোড অ্যাক্টিভ থাকলে একটানা ১১ দিন পর্যন্ত, ব্যাটারি সেভার স্মার্টওয়াচ মোড অন থাকলে ১২ দিন পর্যন্ত, মিউজিক সহ জিপিএস মোড অন থাকলে ৮ ঘন্টা পর্যন্ত এবং মিউজিক ছাড়া জিপিএস মোড অন থাকলে ২২ ঘন্টা পর্যন্ত ব্যাটারি লাইফ অফার করবে। অন্যদিকে, ভেনু ২ এস মডেলটি – পাওয়ার মোড অ্যাক্টিভ থাকলে একটানা ১০ দিন পর্যন্ত, ব্যাটারি সেভার স্মার্টওয়াচ মোড অন থাকলে ১১ দিন পর্যন্ত, মিউজিক সহ জিপিএস মোড অন থাকলে ৭ ঘন্টা পর্যন্ত এবং মিউজিক ছাড়া জিপিএস মোড অন থাকলে ১৯ ঘন্টা পর্যন্ত ব্যাটারি লাইফ সরবরাহ করবে।

গারমিন -এর ভেনু সিরিজের অধীনস্ত এই দুটি স্মার্টওয়াচেই, গরিলা গ্লাস ৩ প্রটেকশন সহ একটি AMOLED টাচস্ক্রিন ডিসপ্লে দেওয়া হয়েছে। উভয় মডেলেই, হার্ট রেট মনিটরিং, SpO2 এবং স্ট্রেস লেভেল ডিটেক্ট করার জন্য কয়েকটি হেলথ ফিচারকে যুক্ত করা হয়েছে। সাথে থাকছে হেলথ স্ন্যাপশট ফাঙ্কশনের সাপোর্ট, যা ইউজারদের হার্ট রেট, ব্লাড অক্সিজেন, রেস্পিরেশন এবং স্ট্রেস লেভেলের প্রতি মুহূর্তের ডেটা-গ্রাফকে মাত্র ২ মিনিটের মধ্যে প্রদর্শিত করবে স্ক্রিনে। ফিটনেস ফ্রিকদের জন্য ওয়্যারেবলগুলিতে, HIIT (High-Intensity Interval Training) সহ ২৫টিরও বেশি জিপিএস স্পোর্টস অ্যাক্টিভিটি মোড অন্তর্ভুক্ত করা হয়েছে।

গারমিন ভেনু ২ এবং গারমিন ভেনু ২ এস স্মার্টওয়াচ দুটিতে, বডি ব্যাটারি এনার্জি মনিটরিং ফিচারের সুবিধা পাওয়া যাবে। এই ফিচারটি এনার্জি এবং স্ট্রেস লেভেলকে ট্র্যাক করার মাধ্যমে, সময়ে সময়ে ডিভাইসকে রিচার্জ করার এবং স্ট্রেস লেভেলকে চেক করার সংকেত দেবে ইউজারদের। শুধু তাই নয়, ওয়্যারেবল দুটি ১২ টি প্রি-লোডেড অন স্ক্রিন ক্লাস অফার করবে। এছাড়াও, ইউজাররা চাইলে ‘গামরিন কানেক্ট অ্যাপ’ (Garmin Connect app) -এর মাধ্যমে আরো বেশ কয়েকটি ওয়ার্কওয়াউট প্রোগ্রাম ডাউনলোডও করতে পারবেন। জানিয়ে রাখি, দুটি ডিভাইসেই স্মার্ট নোটিফিকেশন, মহিলাদের জন্য বিশেষ হেলথ ট্র্যাকিং ফিচার এবং ৬৫০টি পর্যন্ত মিউজিক ট্র্যাক স্টোর করার অপশনও উপলব্ধ থাকছে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন