আগামীকালের মধ্যে এই কাজ না করলে বন্ধ হয়ে যাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, RBI এর কড়া নির্দেশের পর সতর্ক করল এই ব্যাঙ্ক

রাষ্ট্রীয় মালিকানাধীন Punjab National Bank (PNB) তাদের গ্রাহকদের 19 মার্চ, 2024 এর মধ্যে নো ইওর কাস্টমার (KYC) তথ্য আপডেট করার নির্দেশ দিয়েছে, অন্যথায় ওই গ্রাহকদের…

রাষ্ট্রীয় মালিকানাধীন Punjab National Bank (PNB) তাদের গ্রাহকদের 19 মার্চ, 2024 এর মধ্যে নো ইওর কাস্টমার (KYC) তথ্য আপডেট করার নির্দেশ দিয়েছে, অন্যথায় ওই গ্রাহকদের অ্যাকাউন্টে বিভিন্ন সমস্যা দেখা দেবে। উল্লেখ্য এর আগে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (আরবিআই) জানিয়েছিল যে, যেসব গ্রাহকদের অ্যাকাউন্টে 31 ডিসেম্বর, 2023 এর মধ্যে কেওয়াইসি আপডেট করা হয়নি, তাদের 19 মার্চ, 2024 এর মধ্যে কাজটি করে ফেলতে হবে।

Punjab National Bank এর KYC আপডেট করার জন্য এই ডকুমেন্ট লাগবে

পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের তরফে বলা হয়েছে, গ্রাহকদের কেওয়াইসি আপডেট করার জন্য আধার কার্ড, পরিচয়ের প্রমাণ, ঠিকানার প্রমাণ, সাম্প্রতিক ছবি, প্যান, আয়ের প্রমাণ, মোবাইল নম্বর (যদি উপলব্ধ না থাকে) তাদের শাখায় জমা দিতে হবে।

পিএনবি ওয়ান/ইন্টারনেট ব্যাঙ্কিং সার্ভিসেস (আইবিএস)/রেজিস্টার্ড ই-মেইল/পোস্টের মাধ্যমে 19.03.2024 পর্যন্ত ব্যক্তিগতভাবে যে কোনও শাখায় গিয়ে কজটি করা যাবে। আপনি যদি নির্ধারিত সময়ের মধ্যে কেওয়াইসির তথ্য আপডেট করতে ব্যর্থ হন তবে আপনার অ্যাকাউন্ট প্রভাবিত হতে পারে।

গ্রাহকদের ইতিমধ্যেই এসএমএস পাঠিয়ে সতর্ক করেছে পিএনবি। ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, 19 মার্চের মধ্যে কেওয়াইসি সম্পূর্ণ করতে না পারলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন না গ্রাহরা এবং অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যেতে পারে।