ভারতীয় সাইটে দেখা গেল Poco-র নতুন ফোন, আসছে খুব সস্তায়

চীনা স্মার্টফোন কোম্পানি পোকো সদ্য ভারতে লঞ্চ করেছে Poco M2 Pro। তবে শীঘ্রই কোম্পানি আরও একটি ফোনকে ভারতে আনছে। সম্প্রতি পোকোর আরেকটি ফোনকে ভারতীয় সার্টিফিকেশন…

চীনা স্মার্টফোন কোম্পানি পোকো সদ্য ভারতে লঞ্চ করেছে Poco M2 Pro। তবে শীঘ্রই কোম্পানি আরও একটি ফোনকে ভারতে আনছে। সম্প্রতি পোকোর আরেকটি ফোনকে ভারতীয় সার্টিফিকেশন সাইট, BIS এ দেখা গেল। যেখানে ফোনটিকে M2006C3MI মডেল নম্বর সহ অন্তর্ভুক্ত করা হয়েছে। ফোনটির স্পেসিফিকেশন দেখে মনে করা হচ্ছে এটি Redmi 9C এর রিব্র্যান্ডেড ভার্সন হবে। আসুন Poco-র এই নতুন ফোন সম্পর্কে জেনে নিই।

পোকো-র পরবর্তী ফোন Redmi 9C এর রিব্র্যান্ডেড ভার্সন হবে?

আসলে পোকোর যে ফোনটিকে ভারতীয় সার্টিফিকেশন সাইটে দেখা গেছে, তার মডেল নম্বরের সাথে মিল আছে রেডমি ৯সি এর। এই ফোনটিকে কিছুদিন আগে ইউরোপের মার্কেটে লঞ্চ করেছে রেডমি। এই ফোনের ও মডেল নম্বর ছিল M2006C3MI। ফলে বলাই যায় পোকো এই ফোনটিকেই রিব্র্যান্ডেড ভার্সন হিসাবে ভারতে আনবে। জানিয়ে রাখি ইউরোপের মার্কেটে Redmi 9C এর দাম ৮,৫০০ টাকার কাছাকাছি। ফলে ভারতে পোকোর এই ফোনটিও সস্তায় আসবে।

Redmi 9C স্পেসিফিকেশন :

রেডমি ৯সি স্মার্টফোনে রয়েছে ৬.৫৩ ইঞ্চির ডিসপ্লে যার রেজোলিউশন ৭২০×১৬০০ পিক্সেল। এই স্মার্টফোনে দেওয়া হয়েছে অক্টাকোর মিডিয়াটেক হেলিও জি৩৫ প্রসেসর। সঙ্গে আপনারা পাচ্ছেন ৪ জিবি পর্যন্ত র‌্যাম, এবং ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ ২৫৬ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।

এই ফোনের বিশেষত্ব হল এর ক্যামেরা সেটআপ। ফটোগ্রাফির জন্য এই ফোনে ১৩+২+২ মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে এবং ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে। এছাড়া ফোনে পাবেন ১০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট যুক্ত ৫০০০ এমএএইচ এর ব্যাটারি। ‌ এই স্মার্টফোনে ডুয়েল সিম সাপোর্ট করে এবং এটি অ্যান্ড্রয়েড ভার্সন ১০-র উপরে কাজ করে।