Ducati XDiavel ডিজাইন আর প্রযুক্তির অনবদ্য মিশ্রণে ভারতের বাজারে আসছে

স্টাইল আর প্রযুক্তির অনবদ্য মিশ্রণে ভারতে নতুন সুপারবাইক আনছে ডুকাটি (Ducati)। সম্প্রতি টুইটারে একটি টিজার ফটো শেয়ার করেছে সংস্থাটি। তাতে অবশ্য বাইকের নাম উল্লেখ ছিল না। তবে ফুয়েল ট্যাঙ্কের পর ইংরেজি এক্স (X) অক্ষরের ব্র্যান্ডিং ইঙ্গিত করছে, ভারতে ডুকাটির পরবর্তী বাইক হিসেবে XDiavel লঞ্চ হচ্ছে। উল্লেখ্য, ভারতে BS6 ভ্যারিয়েন্টে Diavel ইতিমধ্যেই উপলব্ধ।

Ducati XDiavel ডিজাইন

ডুকাটি এক্সডিয়াভেলে রয়েছে মাস্কুলার স্টাইল যা বাইকটির লুকে এনেছে আভিজাত্যের ছোঁয়া। বাইকটিতে লম্বা ফুয়েল ট্যাঙ্ক, স্টেপ-আপ স্যাডেল, ইঞ্জিন গার্ড, সিঙ্গেল সাইডেড সুইংআর্ম, এবং রিয়ার ফেন্ডার মাউন্টেড নম্বরপ্লেট রয়েছে।

Ducati XDiavel ইঞ্জিন

ডুকাটি এক্সডিয়াভেলের লেটেস্ট ভার্সনে টেসটাসট্রেটা ডিভিটি (Testastretta DVT) ইঞ্জিন আছে, যা ১৫৭.৮ বিএইচপি পাওয়ার এবং ১২৭.৪ এনএম টর্ক উৎপাদনে সক্ষম।

Ducati XDiavel ফিচার

এক্সডিয়াভেলে পাওয়া যাবে ফুল-এলইডি লাইটিং, ডুকাটি ট্র্যাকশন কন্ট্রোল, রাইডিং মোডস, বোস কর্নারিং এবিএস, ক্রুজ কন্ট্রোল, এবং ডুকাটি পাওয়ার লঞ্চ সিস্টেমের মতো মর্ডান ফিচার।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন