Realme GT 2 আসছে Snapdragon 888 প্রসেসর ও 12 জিবি র‌্যামের সঙ্গে, দেখা গেল গিকবেঞ্চে

রিয়েলমি জানুয়ারির ৪ তারিখে চীনে একসাথে দু’দু’টি ফ্ল্যাগশিপ স্মার্টফোন লঞ্চ করতে পারে – Realme GT 2 ও Realme GT 2 Pro। সূত্র থেকে ইতিমধ্যেই জানা গিয়েছে এই সিরিজের  হাই-এন্ড মডেল, Realme GT 2 Pro-এর মডেল নম্বর RMX3300। আবার জল্পনা শোনা যাচ্ছে বিভিন্ন সার্টিফিকেশন সাইটে স্পট করা RMX3310 মডেল নম্বযুক্ত হ্যান্ডসেটটি Realme GT 2 হিসেবে আত্মপ্রকাশ করবে। RMX3310 এবার গিকবেঞ্চ বেঞ্চমার্কিং সাইটে হাজির হয়েছে। গিকবেঞ্চের লিস্টিং থেকে Realme GT 2-এর বিষয়ে কিছু তথ্য উঠে এসেছে।

RMX3310 বা Realme GT 2 বলে জল্পনায় থাকা এই স্মার্টফোনের প্রসেসরের কোডনাম lahaina, যা  ফ্ল্যাগশিপ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৮৮ চিপসেটকে ইঙ্গিত করছে। গিকবেঞ্চ ৫-এ ডিভাইসটির ১২ জিবি র‌্যাম ভ্যারিয়েন্টের টেস্টিং হয়েছে। এতে নতুন অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেম প্রি-ইনস্টলড রয়েছে। Realme GT 2 -এর সিঙ্গেল কোর ও মাল্টি কোর টেস্টে পয়েন্ট যথাক্রমে ১১২৫ ও ৩২৭৮।

এছাড়া বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, রিয়েলমি জিটি ২-এ ৬.৬ ইঞ্চি ফ্ল্যাট অ্যামোলেড পাঞ্চ-হোল ডিসপ্লে রয়েছে, যা ফুল-এইচডি প্লাস রেজোলিউশন ও ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। এর ব্যাক প্যানেলে  ৫০ মেগাপিক্সেল + ৮ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা থাকতে পারে। সেল্ফি ক্যামেরাটি ১৬ মেগাপিক্সেলের হতে পারে।

পাওয়ার ব্যাকআপের জন্য রিয়েলমি জিটি ২-এ ৫,০০০ এমএএইচ ব্যাটারি থাকতে চলেছে, যা ৬৬ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এছাড়া, রিয়েলমি জিটি ২ এক্স-অ্যাক্সিস লিনিয়ার মোটর, ডুয়েল স্পিকার, এবং ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সঙ্গে আসতে পারে বলে আশা করা হচ্ছে।