Redmi-এর নতুন স্মার্টফোন 108MP ট্রিপল ক্যামেরা ও 67W ফাস্ট চার্জিং-সহ লঞ্চ হবে, TENAA পোর্টালে দেখা গেল

সবকিছু ঠিকঠাক চললে সামনের মাসেই Redmi K50 সিরিজের স্মার্টফোন লঞ্চ হতে পারে। সংবাদমাধ্যমের তথ্য যদি সঠিক হয়, তাহলে 22021211RC, 22041211AC, 22011211C, এবং 21121210C মডেল নম্বরের হ্যান্ডসেট…

সবকিছু ঠিকঠাক চললে সামনের মাসেই Redmi K50 সিরিজের স্মার্টফোন লঞ্চ হতে পারে। সংবাদমাধ্যমের তথ্য যদি সঠিক হয়, তাহলে 22021211RC, 22041211AC, 22011211C, এবং 21121210C মডেল নম্বরের হ্যান্ডসেট চীনের বাজারে Redmi K50, K50 Pro, K50 Pro+, and K50 Gaming Edition নামে আত্মপ্রকাশ করবে। আবার সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, 2201116SC মডেল নম্বরের আরও একটি হ্যান্ডসেট অফিসিয়াল লঞ্চের দোরগোড়ায়। TENAA সার্টিফিকেশন পোর্টালের লিস্টিং থেকে আপকামিং এই স্মার্টফোনের স্পেসিফিকেশনগুলি উঠে এসেছে।

Redmi 2201116SC স্পেসিফিকেশনস

Redmi 2201116SC মডেল নম্বরের স্মার্টফোনে ৬.৬৭ ইঞ্চি ওলেড এইচডি+ ডিসপ্লে রয়েছে৷ ফটোগ্রাফির জন্য ব্যাক প্যানেলে একটি ১০৮ মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা সেটআপ এবং সামনে একটি ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। Redmi 2201116SC-এর ৪,৯০০ এমএএইচ ব্যাটারি ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

ডিভাইসটি ৬ জিবি / ৮ জিবি / ১২ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি / ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে লঞ্চ হতে পারে। এটি আকার-আয়তনে ১৬৪.১৯x৭৬.১x৮.১২ মিমি এবং ওজন ২০২ গ্রাম। উল্লেখ্য, এই স্মার্টফোনের স্পেসিফিকেশনগুলি Redmi Note 11 Pro 5G-এর গ্লোবাল ভ্যারিয়েন্টের মতো, যা Snapdragon 695 চিপসেটের সাথে সম্প্রতি লঞ্চ হয়েছে।