Redmi Note 10S এর নতুন Starlight Purple কালার‌ ভ্যারিয়েন্ট ভারতে আসছে, জানুন দাম ও ফিচার

চলতি বছরে বাজারে পা রাখার পর গ্রাহকমহলে বেশ ভালোই সমাদৃত হয়েছে Xiaomi (শাওমি)-র Redmi Note 10 সিরিজ। এই সিরিজের প্রথম তিনটি মডেল ছাড়াও, কিছু মাস…

চলতি বছরে বাজারে পা রাখার পর গ্রাহকমহলে বেশ ভালোই সমাদৃত হয়েছে Xiaomi (শাওমি)-র Redmi Note 10 সিরিজ। এই সিরিজের প্রথম তিনটি মডেল ছাড়াও, কিছু মাস পরে আসা Redmi Note 10S (রেডমি নোট ১০এস) হ্যান্ডসেটটিও বেশ প্রশংসা কুড়িয়েছে! ভারতে এই ফোনটি তিনটি কালারে উপলব্ধ- অনিক্স গ্রে, ওশান ব্লু, এবং পেবল হোয়াইট। তবে শীঘ্রই Redmi Note 10S এর স্টারলাইট পার্পেল (Starlight Purple) কালার ভ্যারিয়েন্ট ভারতে পাওয়া যেতে পারে। সম্প্রতি রেডমি ইন্ডিয়া তাদের টুইটার অ্যাকাউন্ট থেকে ফোনটির এই নতুন কালার ভ্যারিয়েন্ট টিজ করেছে।

Redmi Note 10S এর Starlight Purple কালার ভ্যারিয়েন্ট ভারতে আসছে

কিছুদিনের মধ্যে ভারতে অনুষ্ঠিত হবে Xiaomi-র Smarter Living 2022 ইভেন্ট‌। তবে তার আগে গতকাল রেডমি ইন্ডিয়া নিজের টুইটার হ্যান্ডেলে ‘পেইন্ট দ্য টাউন পার্পল’ (Paint the Town Purple) শিরোনামসহ একটি টিজার ভিডিও পোস্ট করেছে, যা রেডমি নোট ১০ এস ফোনটির বিজ্ঞাপন বলেই মনে হচ্ছে। উল্লেখ্য চীনা টেক জায়ান্টটি মালয়েশিয়ায় কয়েক সপ্তাহ আগে এই ফোনের নতুন ‘স্টারলাইট পার্পল’ সংস্করণ লঞ্চ করেছিল। ফলে রেডমি নোট ১০ এস এর এই কালার ভ্যারিয়েন্টই এবার ভারতে আসছে বলে মনে হয়।

Redmi Note 10S এর নতুন স্টারলাইট পার্পল সংস্করণের দাম

মালয়েশিয়ায় লঞ্চ হওয়া রেডমি নোট ১০ এস এর স্টারলাইট পার্পল কালার ভ্যারিয়েন্টের দাম ধার্য করা হয়েছে ৮৯৯ আরএম (প্রায় ১৫,৫৩৭ টাকা) এবং এটি ৮ জিবি র‌্যাম/১২৮ জিবি স্টোরেজসহ এসেছে।

জানিয়ে রাখি, ভারতে রেডমি নোট ১০ এস এর ৬ জিবি/১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৫,৯৯৯ টাকা। ফলে ৮ জিবি র‌্যাম/১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম আরও বেশি হবে।

Redmi Note 10S এর স্পেসিফিকেশন

Redmi Note 10S ফোনে ৬.৪৩ ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে, মিডিয়াটেক হেলিও জি৯৫ চিপসেট, ৬৪ এমপি প্রাইমারি ক্যামেরাযুক্ত কোয়াড-ক্যামেরা সেটআপ রয়েছে। সাথে আছে ডুয়াল স্টেরিও স্পিকার, IP53 রেটিং, এবং ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন