Mobile Phone: ভরপুর ফিচার্সের সেরা ফোন, মিড রেঞ্জে প্রিমিয়াম ফোন কিনতে চাইলে দেখে নিন বিকল্পগুলি

আমাদের তালিকায় আছে OnePlus 11R 5G, Vivo V27 Pro 5G, Redmi Note 12 Pro+ 5G ও Samsung Galaxy A54 5G ফোনগুলি

আপনি যদি মিড রেঞ্জের নতুন কোনো স্মার্টফোন কেনার পরিকল্পনা করে থাকেন এবং এতে ফ্ল্যাগশিপ ফিচার চান, তাহলে এই প্রতিবেদনটি আপনার জন্য। এখানে আমরা ৪০ হাজার টাকার কমে আসা এমন কয়েকটি স্মার্টফোনের কথা বলবো, যেগুলিতে অনেক ট্রেন্ডিং ফিচার বর্তমান। এই ফোনগুলিতে দীর্ঘস্থায়ী ব্যাটারি, শক্তিশালী প্রসেসর এবং দুর্দান্ত ক্যামেরা পাওয়া যাবে। উল্লেখিত সমস্ত বৈশিষ্ট্য উপস্থিত থাকার কারণে আমরা এই তালিকায় OnePlus 11R 5G, Vivo V27 Pro 5G, Redmi Note 12 Pro+ 5G ও Samsung Galaxy A54 5G ফোনগুলিকে সামিল করেছি। আসুন এদের দাম ও স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

OnePlus 11R 5G

দাম – ৩৯,৯৯৯ টাকা (৮ জিবি +১২৮ জিবি)

ফিচার ও স্পেসিফিকেশনের কথা বলতে গেলে ওয়ানপ্লাস ১১আর ৫জি ফোনের সামনে দেখা যাবে ৬.৭৪ ইঞ্চি ফ্লুইড অ্যামোলেড ডিসপ্লে। এটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক অক্সিজেনওএস ১৩ কাস্টম স্কিনে রান করে। পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হয়েছে অক্টা-কোর কোয়ালকম এসএম৮৪৭৫ স্ন্যাপড্রাগন ৮+ জেন ১ প্রসেসর। ফটো ও ভিডিওগ্রাফির জন্য ফোনটিতে দেওয়া হয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। এই ক্যামেরাগুলি হল ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল সেকেন্ডারি ক্যামেরা এবং ২ মেগাপিক্সেল তৃতীয় ক্যামেরা সেন্সর। আর সামনে রয়েছে ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। ওয়ানপ্লাস ১১আর ৫জি ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য পাওয়া যাবে ৫০০০ এমএএইচ ব্যাটারি, যা ১০০ ওয়াট চার্জিং সাপোর্ট করে।

Vivo V27 Pro 5G

দাম – ৩৭,৯৯৯ টাকা (৮ জিবি + ১২৮ জিবি)

ভিভো ভি২৭ প্রো ফোনে পাওয়া যাবে ৬.৭৮ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে, যা ১০৮০×২৪০০ পিক্সেল রেজোলিউশন, ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ২০:৯ অ্যাসপেক্ট রেশিও অফার করবে। ফোনটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক ফানটাচ ১৩ কাস্টম স্কিনে চলে। প্রসেসরের কথা বলতে গেলে, এটি অক্টা-কোর মিডিয়াটেক ডাইমেনসিটি ৮২০০ (৪ এনএম) প্রসেসর সহ এসেছে। ভিভো ভি২৭ প্রো-এর পিছনে রয়েছে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, সামনে রয়েছে ৫০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। এই ফোনে ৪৬০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৬৬ ওয়াট চার্জিং সাপোর্ট করে।

Samsung Galaxy A54 5G

দাম – ৩৮,৯৯৯ টাকা (৮ জিবি + ১২৮ জিবি)

স্যামসাং গ্যালাক্সি এ৫৪ ৫জি-তে রয়েছে ৬.৪ ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে, যার রেজোলিউশন ১০৮০ x ২৩৪০ পিক্সেল, রিফ্রেশ রেট ১২০ হার্টজ এবং অ্যাসপেক্ট রেশিও ১৯.৫:৯। আর পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হয়েছে অক্টা-কোর এক্সিনোস ১৩৮০ (৫ এনএম) প্রসেসর। এই ফোনের পিছনেও তিনটি ক্যামেরা বর্তমান, যারমধ্যে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ১২ মেগাপিক্সেল দ্বিতীয় ক্যামেরা ও ৫ মেগাপিক্সেল তৃতীয় ক্যামেরা। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে রয়েছে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ফোনটিতে দেওয়া হয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি যা ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক ওয়ান ইউআই ৫.১ অপারেটিং সিস্টেমে কাজ করে।

Xiaomi 11T Pro 5G Hyperphone

দাম – ৩৮,৯৯৯ টাকা (৮ জিবি + ২৫৬ জিবি)

শাওমি ১১টি প্রো ৫জি হাইপারফোন মডেলে উপস্থিত ৬.৬৭ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে, যার রেজোলিউশন ১০৮০ x ২৪০০ পিক্সেল, রিফ্রেশ রেট ১২০ হার্টজ এবং অ্যাসপেক্ট রেশিও ২০:৯। এই ফোনে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৮৮ ৫জি (৫ এনএম) প্রসেসর। এর ক্যামেরা বিভাগ নিয়ে আপনার অভিযোগ থাকার কথা নয়। যেহেতু এই ফোনের পিছনে পাওয়া যাবে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, ৮ মেগাপিক্সেল দ্বিতীয় ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেল তৃতীয় ক্যামেরা। আর সামনে দেওয়া হয়েছে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ফোনটি অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক এমআইইউআই ১২.৫ এ কাজ করে। এই ফোনে রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি, যা ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।