ক্যামেরায় বিশাল বদল, Redmi Note 14 সিরিজ নতুন করে ডিজাইন করছে শাওমি

Redmi Note 14 সিরিজ লঞ্চ হতে খুব একটা বেশি দেরি নেই। কারণ এই লাইনআপের Pro মডেলটির সম্পর্কে প্রায়ই নানা তথ্য সামনে আসছে। এমনকি Redmi Note…

Redmi Note 14 Pro Leaked Render Shows Redesigned Camera Module

Redmi Note 14 সিরিজ লঞ্চ হতে খুব একটা বেশি দেরি নেই। কারণ এই লাইনআপের Pro মডেলটির সম্পর্কে প্রায়ই নানা তথ্য সামনে আসছে। এমনকি Redmi Note 14 Pro সম্প্রতি BIS সার্টিফিকেশন প্ল্যাটফর্মে হাজির হয়ে ভারতে লঞ্চের জল্পনা উস্কে দিয়েছে। এবার স্মার্টফোনটির রিয়ার প্যানেলের ডিজাইন ফাঁস হয়ে গেল। ছবি দেখে স্পষ্ট, রেডমি নোট সিরিজের ক্যামেরার প্লেসমেন্টে বদল আসছে।

টেকবয়লার্স থেকে প্রকাশিত Redmi Note 14 Pro-এর ছবিতে নতুন ভাবে ডিজাইন করা ক্যামেরা মডিউল দেখা গিয়েছে। ক্যামেরা সেটআপটি ব্যাক প্যানেলের মাঝামাঝি রাখা হয়েছে। যেখানে Redmi Note 13 সিরিজে সেটি সাইডে অবস্থিত। ক্যামেরা মডিউলটির চারপাশ কিছুটা কার্ভড। ভিতরে তিনটি ক্যামেরা সেন্সর সহ একটি এলইডি ফ্ল্যাশ রয়েছে।

Redmi Note 14 Pro

ডিভাইসটির পাওয়ার বাটন ও ভলিউম বাটন বামদিকে অবস্থিত। ফাঁস হওয়া রেন্ডারে ফোনটি কালো রঙে দেখা গিয়েছে। শোনা যাচ্ছে, Redmi Note 14 সিরিজ সেপ্টেম্বরের মধ্যে লঞ্চ হয়ে যেতে পারে। কারণ গত বছর Redmi Note 13 লাইনআপ একই সময়ে রিলিজ হয়েছিল। এই সিরিজে Redmi Note 14, Redmi Note 14 Pro, ও Redmi Note 13 Pro+ নামে তিনটি মডেল আসতে পারে।

নতুন রেডমি ফোনগুলিতে ১.৫কে রেজোলিউশন যুক্ত অ্যামোলেড ডিসপ্লে থাকবে, যা আগের ১০৮০পি প্যানেলের তুলনায় আপগ্রেড। প্রো মডেলটিতে Snapdragon 7s Gen 3 প্রসেসর থাকবে, সেখানে Pro+ চলবে MediaTek Dimensity 7350 চিপসেটে। বেস ভার্সনে ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট থাকবে। Pro মডেলগুলিতে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা থাকবে বলে দাবি করা হয়েছে।