শাওমির দুর্দান্ত ট্যাবলেট গ্লোবালি লঞ্চ হচ্ছে, মিলবে 10,000mah ব্যাটারি, 12 ইঞ্চি স্ক্রিন

মাত্র এক মাস আগেই শাওমি তাদের জনপ্রিয় রেডমি প্যাড প্রো ট্যাবলেটের ৫জি সংস্করণটি চীনে লঞ্চ করেছে। ট্যাবটিকে বর্তমানে গ্লোবাল মার্কেটে নিয়ে আসার প্রস্তুতি নিচ্ছে কোম্পানি। আর এখন শাওমির গ্লোবাল ওয়েবসাইটে রেডমি প্যাড প্রো ৫জি ট্যাবলেটিকে তালিকাভুক্ত করা হয়েছে, যা লঞ্চের তারিখ না প্রকাশ করলেও এর আসন্ন লঞ্চের দিকেই ইঙ্গিত দিচ্ছে। এই তালিকা ডিভাইসটির সম্পর্কে কি কি তথ্য প্রকাশ করেছে, আসুন দেখে নেওয়া যাক।

রেডমি প্যাড প্রো ৫জি ট্যাবটি শীঘ্রই আসছে গ্লোবাল মার্কেটে

কোম্পানির গ্লোবাল ওয়েবসাইটে প্রকাশিত রেডমি প্যাড প্রো ৫জি ট্যাবলেটের লিস্টিংটি প্রকাশ করেছে যে এতে তার রেগুলার মডেলের মতো একই বৈশিষ্ট্য রয়েছে। এদিকে, ব্র্যান্ডটি ভারতের মতো বাজারে তার পোকো প্যাড ট্যাবলেটের ৫জি ভ্যারিয়েন্ট লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। জানিয়ে রাখি, পোকো প্যাড রেডমি প্যাড ৫জি ট্যাবের একটি রিব্র্যান্ডের সংস্করণ হিসাবে বাজারে আসবে।

রেডমি প্যাড প্রো ৫জি স্পেসিফিকেশন:

রেডমি প্যাড প্রো ৫জি ডুয়েল সিম সাপোর্ট করে এবং উভয় সিমের জন্য ৫জি সংযোগের অনুমতি দেয়। তবে এছাড়া, ট্যাবটির বাকি স্পেসিফিকেশন তার ওয়াই-ফাই কানেক্টিভিটি যুক্ত মডেলের মতোই হবে। ট্যাবলেটটিতে বড় ১২.১ ইঞ্চির ২.৫কে এলসিডি স্ক্রিন থাকবে, যা ২,৫৬০ × ১,৬০০ পিক্সেল রেজোলিউশন, ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ১৮০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট অফার করবে। ডিসপ্লেটির সর্বোচ্চ উজ্জ্বলতা ৬০০ নিট পর্যন্ত পৌঁছাতে পারে। এছাড়া এতে ডলবি ভিশন সাপোর্ট করবে এবং কর্নিং গরিলা গ্লাস ৩ দ্বারা সুরক্ষিত হবে।

পারফরম্যান্সের জন্য, রেডমি প্যাড প্রো ৫জি ট্যাবটি অক্টা-কোর স্ন্যাপড্রাগন ৭এস জেন ২ প্রসেসরে চলবে, যার সর্বোচ্চ ক্লক স্পিড ২.৪ গিগাহার্টজ এবং এতে গ্রাফিক্সের জন্য অ্যাড্রেনো ৭১০ জিপিইউ যুক্ত রয়েছে। ট্যাবলেটটি ৬ জিবি/ ৮ জিবি এলপিডিডিআর৪এক্স র‍্যাম এবং ১২৮ জিবি/২৫৬ জিবি ইউএফএস ২.২ স্টোরেজ বিকল্প অফার করবে। তবে মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ ১.৫ টিবি পর্যন্ত প্রসারিত করা সম্ভব। ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেম ভিত্তিক হাইপারওএস কাস্টম স্কিনে রান করবে।

ক্যামেরার ক্ষেত্রে, রেডমি প্যাড প্রো ৫জি একটি ৮ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এবং একটি ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা অফার করবে৷ এছাড়াও, ট্যাবলেটটিতে একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, একটি ইনফ্রারেড সেন্সর, ডলবি অ্যাটমস সাপোর্ট সহ কোয়াড স্পিকার এবং ডুয়েল মাইক্রোফোন থাকবে। ডিভাইসটির পরিমাপ ২৮০×১৮১.৮৫×৭.৫২ মিলিমিটার এবং ওজন ৫৭১ গ্রাম হবে। রেডমি প্যাড প্রো ৫জি- এর কানেক্টিভিটি অপশনগুলির মধ্যে থাকবে ৫জি, ২.৪ গিগাহার্টজ এবং ৫ গিগাহার্টজের ব্যান্ডে ওয়াই-ফাই ৪ (৮০২.১১ এসি) সংযোগ, ব্লুটুথ ৫.২, এবং ইউএসবি টাইপ-সি ২.০৷ পরিশেষে পাওয়ার ব্যাকআপের জন্য, ডিভাইসটিতে ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ বিশাল ১০,০০০ এমএএইচ ব্যাটারি মিলবে।

Ananya Sarkar

Recent Posts

সস্তায় এত সুন্দর স্মার্টফোন! Redmi 14C বাজারে ঝড় তুলতে লঞ্চ হচ্ছে এই তারিখে

Redmi 14C ফোনটি চলতি মাসের শেষেই বাজারে পা রাখতে চলেছে। লঞ্চের আগে এটিকে এখন একটি…

2 hours ago

Shakib Al Hasan: পাকিস্তানে টেস্ট খেলা সাকিবের মাথায় ভেঙে পড়লো আকাশ, খুনের অভিযোগ দায়ের করা হল ক্রিকেটারের বিরুদ্ধে

সকল রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে তাদের মধ্যে সাকিব অন্যতম।

2 hours ago

India Post Scam: এক মেসেজেই চুরি যাচ্ছে ব্যক্তিগত তথ্য, আপনার ফোনে এলে এড়িয়ে চলুন

বর্তমানে নতুন ভাবে প্রতারণা শুরু করেছে স্ক্যামাররা। এখন তারা India Post-এর নামে ভুয়ো মেসেজ পাঠিয়ে…

2 hours ago

ফিরে এলো ভাউসাহেব মেমোরিয়াল ট্রফি, ভারতের মাটিতে আর্জেন্টিনা অজি ক্লাবের সাথে খেলবে ভারতীয় ক্লাব

ভাউসাহেব বন্দোদকার মেমোরিয়াল ট্রফি একটি অন্যতম ভারতীয় ফুটবল টুর্নামেন্ট যা গোয়া ফুটবল অ্যাসোসিয়েশন দ্বারা আয়োজন…

3 hours ago

অত্যাধুনিক স্কুটার এবার হাতের মুঠোয়, পড়শি দেশে গাড়ি লঞ্চ করছে ভারতের Ather Energy

অত্যাধুনিক ইলেকট্রিক স্কুটার তৈরির জন্য বিখ্যাত Ather Energy এদিন শ্রীলঙ্কার বাজারে পা রাখার ঘোষণা করেছে।…

3 hours ago

Mohun Bagan Durand Cup: রুদ্ধশ্বাস ম্যাচে কাঁটায় কাঁটায় টক্কর, অবিশ্বাস্য জয় ছিনিয়ে নিয়ে ডুরান্ডের সেমিতে মোহনবাগান

আজ ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে প্রথমার্ধে সবুজ মেরুনদের আক্রমণে জেসন কামিন্স, পেত্রাতোসের অভাব টের পাচ্ছিল…

4 hours ago