Royal Enfield এর Anniversary এডিশনের স্টক 120 সেকেন্ডেই শেষ, না পেয়ে হতাশ বাইকপ্রেমীরা

রয়্যাল এনফিল্ডের ঐতিহ্যময় ১২০তম বর্ষ উদযাপিত করতে সম্প্রতি ইতালির মিলানে (EICMA 2021 শো) প্রদর্শিত ছিল 650 Twins 120th Year Anniversary Edition। এই স্পেশ্যাল এডিশন 650…

রয়্যাল এনফিল্ডের ঐতিহ্যময় ১২০তম বর্ষ উদযাপিত করতে সম্প্রতি ইতালির মিলানে (EICMA 2021 শো) প্রদর্শিত ছিল 650 Twins 120th Year Anniversary Edition। এই স্পেশ্যাল এডিশন 650 Twins এর মাত্র ৪৮০টি ইউনিট তৈরি করা হবে বলে রয়্যাল এনফিল্ডের তরফে জানানো হয়েছিল। তার মধ্যে ভারতের জন্য বরাদ্দ ছিল কেবলমাত্র ১২০টি মডেল। ক’দিন আগে দাম ঘোষণার পর, গতকাল সন্ধ্যা সাতটা থেকে শুরু হয় Interceptor 650 এবং Continental GT 650 Anniversary এডিশনের সেল।

১২০টি মডেলের স্টক শেষ হল রেকর্ড সময়ের মধ্যে। 650 Twins 120th Year Anniversary Edition এর সমস্ত ইউনিট বিক্রি হতে সময় লাগল দু’মিনিটের কম। সেলের দিকে নজর রেখেছিল দেশের সমস্ত রয়্যাল এনফিল্ডপ্রেমীরা। কিন্তু সংস্থার এরকম দুর্মূল্য মডেল কেনার সুযোগ না পেয়ে মন খারাপ অনেকেরই৷ আর যে ১২০ জন ক্রেতার ভাগ্য সহায় হয়েছে, তাদের আর পায় কে!

Interceptor 650 এবং Continental GT 650 Anniversary এডিশনের দাম রাখা হয়েছিল যথাক্রমে ৪.৫০ লক্ষ ও ৪.৮০ লক্ষ টাকা (এক্স-শোরুম)। সাধারণ মডেলের তুলনায় মূল্য ১ লক্ষ টাকারও বেশি। অতিরিক্ত খরচ করে বাইকগুলির ক্রেতারা পাবেন রয়্যাল এনফিল্ডের স্পেশ্যাল ব্ল্যাকড আউট মোটরসাইকেল অ্যাক্সেসরিজ, কিটস, ৪ ও ৫ বছর পর্যন্ত বর্ধিত ওয়্যারেন্টি, বিশেষ ব্যাজিং ও কালার স্কিম। এছাড়া বাইকগুলির অভ্যন্তরীণ স্পেসিফিকেশনগুলিতে কোনও অদলবদল করা হয়নি।

উল্লেখ্য, 650 Twins 120th Year Anniversary Edition বাকি ৩৬০ ইউনিট দক্ষিণ-পূর্ব এশিয়া, ইউরোপ, ও আমেরিকার বাজারে (প্রতিটি রিজিয়নে ১২০টি) ছাড়া হবে। ভারতের মতো সেই দেশগুলিতেও শীঘ্রই সেল শুরু হবে।