Samsung Galaxy A13 4G শীঘ্রই ভারতে লঞ্চ হচ্ছে, শুরু হল উৎপাদনের কাজ

স্যামসাংয়ের সবচেয়ে সস্তা ফাইভ-জি স্মার্টফোন হিসেবে খুব শীঘ্রই Samsung Galaxy A13 5G লঞ্চ হবে বলে জল্পনা শোনা যাচ্ছে৷ আবার এখন এই ফোনটির 4G ভার্সনের উপরেও কাজ চলছে বলে খবর সামনে এল৷ এমনকি একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, ভারতে Galaxy A13 4G-এর উৎপাদন শুরু হয়েছে৷ এর ফলে 5G-এর পাশাপাশি নতুন 4G ভ্যারিয়েন্টও খুব তাড়াতাড়িই আত্মপ্রকাশ করবে৷

৯১মোবাইলস দাবি করেছে, স্যামসাং ভারতে তাদের নয়ডার কারখানার Galaxy A13 4G তৈরি করছে৷ ফোনটির ফ্রেম প্ল্যাস্টিক দিয়ে গঠিত হবে৷ একইসঙ্গে থাকবে গ্লসি ফিনিশ৷ Galaxy A13 4G-এর পিছনে উল্লম্ব ভাবে অর্থাৎ লম্বালম্বি বা ভার্টিক্যালি কোয়াড ক্যামেরা সেটআপ দেওয়া হবে৷

এছাড়া স্যামসাং গ্যালাক্সি এ১৩ ৪জি ইউএসবি টাইপ সি পোর্টের সঙ্গে আসবে৷ অর্থাৎ ব্যাটিরিতে ফাস্ট চার্জিংয়ের অপশন থাকবে৷ ফোনের নীচের প্রান্তে একটি ৩.৫ মিমি অডিও জ্যাক এবং স্পিকার গ্রিল দেওয়া হবে৷ ডিভাইসের ডান দিকে পাওয়ার বাটন ও ভলিউম বাটন দেখা যাবে৷ এছাড়া গ্যালিক্সি এ১৩ ৪জি সর্ম্পকিত আর কোনও তথ্য সামনে আসেনি৷

স্যামসাং গ্যালাক্সি এ১৩ ৫জি স্পেসিফিকেশনস (সম্ভাব্য) (Samsung Galaxy A13 5G Expected Specifications)

রিপোর্ট অনুযায়ী, স্যামসাং গ্যালাক্সি এ১৩ ৫জি ফোনে ৬.৮ ইঞ্চি এইচডি প্লাস এলসিডি ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে দেওয়া হবে। ফোনের অভ্যন্তরে ডাইমেনসিটি ৭০০ প্রসেসর থাকবে। ৪ জিবি / ৬ জিবি / ৮ জিবি র‌্যাম এবং ৬৪ জিবি / ১২৮ স্টোরেজ ভ্যারিয়েন্টে আসবে এই ফোন।

Samsung Galaxy A13 5G-এর ব্যাক প্যানেলে কোয়াড ক্যামেরা সেটআপ দেখা যাবে – ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৫ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স ও ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর ও ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর। সামনে দেওয়া হবে ৮ মেগাপিক্সেল ক্যামেরা। পাওয়ার ব্যাকআপের জন্য Samsung Galaxy A13 5G ফোনটি ৫,০০০ এমএএইচ ব্যাটারি পেতে পারে। এতে সিকিউরিটির জন্য সাইড ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেখা যেতে পারে।