ভারতের ড্রাইভিং লাইসেন্স থাকলেই নিশ্চিন্তে গাড়ি চালানোর অনুমতি দেয় এই 5 দেশ

চার চাকা হোক কিংবা দুই চাকা তা চালানোর ক্ষেত্রে বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকা একান্ত প্রয়োজন। বিশ্বের বেশিরভাগ দেশেই এই নিয়ম প্রযোজ্য। সরকারিভাবে আমাদের দেশে মোটর ভেহিকেলস দপ্তরে পরীক্ষা দিয়ে মেলে ড্রাইভিং লাইসেন্স। তবে আপনি যদি বাইরের কোনো দেশে অল্প কিছুদিনের জন্য ঘুরতে গিয়ে ভারতের লাইসেন্স দিয়ে গাড়ি চালানোর কথা ভাবেন, তা কি সম্ভব? উত্তর অবশ্যই হ্যাঁ। বিশ্বের এমন কিছু দেশে রয়েছে যেখানে ভারতীয় ড্রাইভিং লাইসেন্স নিয়ে নিশ্চিন্তে গাড়ি চালাতে পারবেন।

আমেরিকা

বিগত কয়েক বছরে বিশ্বের সবচেয়ে শক্তিধর দেশ আমেরিকার সঙ্গে ভারতের সম্পর্ক মধুর হয়েছে। দুই দেশের কূটনৈতিক বোঝাপড়াকে বাঁকা চোখে দেখে অন্যান্য দেশগুলি। আমেরিকার বিভিন্ন শহরে ভাড়া নেওয়া গাড়ি চালানোর ক্ষেত্রে ভারতীয় ড্রাইভিং লাইসেন্সকে মান্যতা দেওয়া হয়। এক্ষেত্রে লাইসেন্সটি হতে হবে ইংরেজিতে এবং সঙ্গে I-94 ফর্ম সঙ্গে রাখতে হবে। এতে আমেরিকায় থাকার দিনক্ষণ সম্পর্কে স্পষ্টভাবেই উল্লেখ থাকে। আমেরিকাতে ভারতীয় ড্রাইভিং লাইসেন্স এক বছর পর্যন্ত বৈধ।

জার্মানি

জার্মানিতে ভারতীয় ড্রাইভিং লাইসেন্স ৬ মাস পর্যন্ত বৈধ। তবে এই ড্রাইভিং লাইসেন্স জার্মানিতে অনুবাদ করে নেওয়া প্রয়োজন। এই বিষয়টি সম্পর্কে যদিও তেমন কোনো কড়াকড়ি এখনো পর্যন্ত দেখা যায়নি। তবে আমাদের পরামর্শ আপনি সঙ্গে একটি আন্তর্জাতিক ড্রাইভিং পারমিট রাখুন। এতে কোন ধরনের সমস্যাই আর থাকবে না।

অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ার বেশ কিছু জায়গাতেই ভারতীয় ড্রাইভিং লাইসেন্স বৈধ হিসেবে গ্রহণ করা হয়। যার মধ্যে রয়েছে নিউ সাউথ ওয়েলস, কুইন্স ল্যান্ড, সাউথ অস্ট্রেলিয়া, ক্যাপিটাল রিজিয়ন এবং নর্দান রিজিয়ন। এই সমস্ত জায়গাতে আমাদের দেশের ড্রাইভিং লাইসেন্স তিন মাস পর্যন্ত বৈধ। তবে এই লাইসেন্স হতে হবে ইংরেজিতে। অন্য কোন ভারতীয় ভাষায় ড্রাইভিং লাইসেন্স তৈরি করা থাকলে তা অবশ্যই ইংরেজিতে বদল করে নেওয়া প্রয়োজন।

ইংল্যান্ড

ভারতীয় ড্রাইভিং লাইসেন্স থাকলে ইংল্যান্ডে এক বছর পর্যন্ত গাড়ি চালানোর অনুমতি পাবেন। তবে এক্ষেত্রে দেশের প্রশাসন কিছু বাধ্যবাধকতা তৈরি করেছেন। অর্থাৎ নির্দিষ্ট কিছু ধরনের গাড়ি চালানোর অনুমতি মেলে এক্ষেত্রে।

কানাডা

ভারতীয় ড্রাইভিং লাইসেন্স দিয়ে কানাডার রাস্তায় মাত্র দুই মাস পর্যন্ত গাড়ি চালানো সম্ভব। এক্ষেত্রেও কিন্তু আপনার লাইসেন্স ইংরেজিতেই হতে হবে। সঙ্গে কানাডায় থাকার দিনক্ষণ সম্পর্কিত তথ্য নিজের সঙ্গে রাখতে হবে। দীর্ঘদিন সেই দেশে থাকতে হলে সেখানকার ড্রাইভিং লাইসেন্স প্রাপ্ত করতে হবে যে কোনো ব্যক্তিকে।