Redmi K70 সিরিজের ডিজাইন সম্পূর্ণ ফাঁস দেখতে কেমন লাগছে? আপনার কী মত

Redmi K70 সিরিজের প্রিমিয়াম স্মার্টফোনগুলি খুব শীঘ্রই আত্মপ্রকাশ করবে বলে শোনা যাচ্ছে। লঞ্চ হতে পারে নভেম্বরের শেষেই। ইতিমধ্যেই এই সিরিজের নানা তথ্য অনলাইনে উঠে এসেছে। আগে ফাঁস হওয়া ইমেজ থেকে Redmi K70 এবং Redmi K70 Pro ঝাপসাভাবে দেখা গিয়েছে। তবে এবার লিক হওয়া রেন্ডার Redmi K70-এর ডিজাইনের সুস্পষ্ট ডিজাইনটি তুলে ধরেছে।

Redmi K70-এর ডিজাইন রেন্ডার ফাঁস

আনভিন তার অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেল থেকে রেডমি কে৭০-এর সাদা রঙের রেন্ডার শেয়ার করেছেন। ইমেজ অনুযায়ী, ফোনটিতে একটি ফ্ল্যাট-স্ক্রিন থাকবে, যা স্লিম বেজেল দ্বারা বেষ্টিত হবে এবং ওপরের দিকে পাঞ্চ-হোল কাটআউট অবস্থান করবে। এছাড়া, আসন্ন রেডমি কে৭০-এ বক্সি ডিজাইন সহ রিয়ার প্যানেলে আয়তক্ষেত্রাকার ক্যামেরা আইল্যান্ড দেখা যাবে, যা কিছুটা প্রসারিত বলে মনে করা হচ্ছে।

ক্যামেরা মডিউলটিতে তিনটি ক্যামেরা সেন্সর এবং একটি এলইডি ফ্ল্যাশ লক্ষ্য করা গিয়েছে। ক্যামেরা আইল্যান্ডের ডিজাইন পোকোর (Poco) কথা মনে করিয়ে দেয়। আর, পাওয়ার এবং ভলিউম রকার বাটনগুলি স্মার্টফোনের ডানদিকে অবস্থান করবে।

Redmi K70 এবং K70 Pro যথাক্রমে Qualcomm Snapdragon 8 Gen 2 এবং Snapdragon Gen 3 প্রসেসরে চলবে বলে শোনা যাচ্ছে। উভয় ফোনেই ধাতব মিড ফ্রেম থাকবে। Redmi K70 এবং K70 Pro-এ সম্ভবত ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ এবং ৫,১২০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি মিলবে। এছাড়াও, Redmi K70 সিরিজ অ্যান্ড্রয়েড ১৪ নির্ভর কোম্পানির নতুন কাস্টম সফ্টওয়্যার, হাইপারওএস (HyperOS)-এর সাথে লঞ্চ হবে বলে জানা গেছে।