কম দামি ফোনে এবার AI ফিচার্স, চাইনিজ ব্র্যান্ডদের টেক্কা দিতে Samsung-এর নতুন কৌশল

ফ্ল্যাগশিপ ফোনের পর এবার সাশ্রয়ী মূল্যের স্যামসাং হ্যান্ডসেটে গ্যালাক্সি এআই ফিচার যুক্ত হতে চলেছে। জানা যাচ্ছে কোম্পানির এ সিরিজের কিছু ডিভাইসে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স-ভিত্তিক কিছু বৈশিষ্ট্য শীঘ্রই নতুন সফ্টওয়্যার আপডেটের মাধ্যমে যুক্ত করা হবে।

Samsung May Add Galaxy Ai Features To These A Series Smartphones Report

স্যামসাং সম্প্রতি তাদের নতুন এস সিরিজের ফ্ল্যাগশিপ স্মার্টফোনগুলিতে বেশ কিছু এআই ফিচার যুক্ত করেছে। কোম্পানি কয়েকটি পুরোনো এস এবং জেড সিরিজের ডিভাইসে কিছু ফিচার নিয়ে এসেছে। আর এখন জানা গেছে যে কোম্পানি তাদের তুলনামূলকভাবে সাশ্রয়ী মূল্যের এ সিরিজের ডিভাইসগুলিতে গ্যালাক্সি এআই অফার করতে চলেছে৷ আসুন বিস্তারিত জেনে নেওয়া যাক।

স্যামসাং গ্যালাক্সি এ৫৫ এবং স্যামসাং গ্যালাক্সি এ৩৫ ওয়ান ইউআই ৬.১.১ সহ কিছু গ্যালাক্সি এআই ফিচার পেতে চলেছে

স্যামমোবাইলের একটি লেটেস্ট রিপোর্ট অনুসারে, কোম্পানি ২০২৪ সালে লঞ্চ হওয়া কয়েকটি এ সিরিজের মডেলে গ্যালাক্সি এআই যুক্ত করতে পারে। প্রকাশনাটি দাবি করেছে যে স্যামসাং এবছর ইতিমধ্যে প্রকাশিত ডিভাইসগুলিতে কিছু এআই ফিচার রোল আউট করবে। এতে স্যামসাং গ্যালাক্সি এ৫৫ এবং স্যামসাং গ্যালাক্সি এ৩৫ অন্তর্ভুক্ত থাকতে পারে। তবে, এগুলিতে গ্যালাক্সি এআই দ্বারা অফার করা সমস্ত ফিচার থাকবে না।

কেননা, স্যামসাং দ্বারা অফার করা কিছু ফিচার গ্যালাক্সি এ সিরিজের ডিভাইসগুলির হার্ডওয়্যারের সাথে কম্প্যাটিবল নাও হতে পারে। তাই, ফ্ল্যাগশিপগুলিতে যেভাবে প্রয়োগ করা হয় সেইভাবে সেই নির্দিষ্ট ফিচারগুলি বাস্তবায়ন করা সম্ভব নয়।

প্রকাশের সময়রেখা সম্পর্কে বললে, এখনও পর্যন্ত কোনও সঠিক তারিখ সামনেনি। বর্তমানে আশা করা হচ্ছে যে, কোম্পানি ওয়ান ইউআই ৬.১.১ আপডেটের সাথে ফিচারগুলি রোল আউট করবে। রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে, স্যামসাং ওয়ান ইউআই ৭ বিটা রিলিজ করতে বিলম্ব করেছে এবং এর কারণ ওয়ান ইউআই ৬.১.১ আপডেট ছাড়া আর কিছু নয়। কোম্পানি ইতিমধ্যেই ইউআই ৬.১.১ সহ ষষ্ঠ-প্রজন্মের ফোল্ডেবলে কিছু নতুন এআই ফিচার নিয়ে এসেছে। এখন মনে করা হচ্ছে যে কোম্পানি অন্যান্য মডেলগুলিতে কিছু ফিচার রোল আউট করার দিকে মনোনিবেশ করছে, যার মধ্যে স্যামসাং গ্যালাক্সি এ৫৫ এবং স্যামসাং গ্যালাক্সি এ৩৫ অন্তর্ভুক্ত থাকতে পারে।

যদিও, কোন নির্দিষ্ট বৈশিষ্ট্যগুলি স্যামসাং গ্যালাক্সি এ সিরিজের ডিভাইসগুলির সাথে কম্প্যাটিবল, সে সম্পর্কে কোনও স্পষ্ট তথ্য উপলব্ধ নেই। তবে অনুমান করা হচ্ছে যে, সার্ভার-সাইড ফিচারগুলি ডিভাইসগুলিতে প্রয়োগ করা হতে পারে। তবে এবিষয়ে শেষ সিদ্ধান্ত স্যামসাংই নেবে।