সোনার দামে পতন! সরকারি স্কিমে বিনিয়োগ করার সুযোগ দিচ্ছে State Bank of India, কীভাবে করবেন জানুন

বাজারে হরেক কিসিমের আধুনিক গয়না উপলভ্য হলেও, সোনার প্রতি মানুষের আগ্রহ কমেনি! বরঞ্চ ইন্টারনেট নির্ভর জীবনে অনলাইন শপিংয়ের একটি অঙ্গ হয়ে দাঁড়িয়েছে নেটমাধ্যমে সোনা কেনা। সেক্ষেত্রে আপনিও যদি অনলাইনে সোনা কেনার কথা ভাবেন, তাহলে আপনার জন্য রয়েছে একটি দারুন খবর। আসলে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক SBI (স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া) কিছুক্ষণ আগেই ঘোষণা করেছে যে, অনলাইন মাধ্যমে বিশেষ সরকারি স্কিমের দরুন সোনার দাম বেশ খানিকটা কমানো হয়েছে। ‘Sovereign Gold Bond’ (সোভেরিয়ান গোল্ড বন্ড) নামক এই স্কিমে প্রতি গ্রাম সোনায় ৫০ টাকা ছাড় তো দেওয়া হচ্ছেই, পাশাপাশি এতে ক্রেতাদের রিটার্ন এবং নিরাপত্তার মত দুটি গুরুত্বপূর্ণ সুবিধাও প্রদান করা হচ্ছে। কয়েকটি সহজ জিনিস মাথায় রাখলেই, খুব সহজে এই স্কিমে বিনিয়োগ করা যাবে। আসুন SBI (এসবিআই)-এর এই নতুন স্কিমের সম্বন্ধে খুঁটিনাটি জেনে নিই…

সোভেরিয়ান গোল্ড স্কিম কী?

এই নতুন সোভেরিয়ান গোল্ড স্কিম আসলে ভারত সরকারের ২০২১-২২ অর্থবর্ষের প্রকল্পসমূহের একটি অংশ, যা আজ থেকে আগামী ১৩ই আগস্ট পর্যন্ত লাইভ থাকবে। তবে এটি সরাসরি সোনা কেনার মাধ্যম নয়; ব্যাঙ্কের গ্রাহকরা এই নিরাপদ এবং নির্ঝঞ্ঝাট স্কিমের মাধ্যমে বাড়িতে বসেই নির্দিষ্ট পরিমাণ সোনার জন্য সাবস্ক্রাইব বা আর্থিক বিনিয়োগ করতে পারবেন। এক্ষেত্রে ক্রেতারা গোল্ড বন্ডে বিনিয়োগ করলে, ম্যাচুরিটি স্টেজে ব্যাঙ্ক তখনকার দামে টাকা ফেরত দেবে। আর যেহেতু সোনার দাম বাড়ছে তাই স্কিম থেকে ক্রেতাদের ভবিষ্যত মুনাফা লাভের ব্যাপক সম্ভাবনা থাকছে। বলে রাখি, স্কিমের দরুন কেউ এককভাবে বা যৌথভাবে সর্বোচ্চ ৪ কেজি সোনায় বিনিয়োগ করতে পারবেন।

ঠিক কী সুবিধা মিলবে এসবিআইয়ের স্কিমে বিনিয়োগ করলে?

১. এসবিআইয়ের ঘোষণা অনুযায়ী এই স্কিমে, গোল্ড বন্ড বিনিয়োগকারীদের অর্ধ-বার্ষিক ২.৫০% হারে সুদ বা ক্ষতিপূরণ দেওয়া হবে।

২. বিনিয়োগকারীদের কোনো মূলধন কর দিতে হবে না।

৩. বিনিয়োগ করা সোনা, প্রয়োজনে কোনো লোনের জামানত হিসাবে ব্যবহার যাবে।

৪. সোনা রাখার বা স্টোর করার ঝামেলা নেই। এটি সম্পূর্ণরূপে সরকারি তত্ত্বাবধানে থাকবে।

৫. বিনিয়োগ করা সোনা স্টক এক্সচেঞ্জে ট্রেডযোগ্য হবে।

৭. ক্রেতাদের উপর কোন GST বা মেকিং চার্জ আরোপ করা হবে না।

কীভাবে এই স্কিমের পেমেন্ট করা যাবে?

গোল্ড স্কিমের বিনিয়োগকারীরা নগদ টাকা, ইন্টারনেট ব্যাংকিং, ডিমান্ড ড্রাফট বা এমনকি চেকের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। এসবিআই গ্রাহকরা ই-পরিষেবার অধীনে https://onlinesbi.com ওয়েবসাইটে গিয়ে ইচ্ছেমত বিনিয়োগ করতে সক্ষম হবেন। তবে বিনিয়োগের জন্য নিদেনপক্ষে ১ গ্রাম সোনা কিনতে হবে। বন্ড ইস্যু হওয়ার ১৪ দিনের মধ্যে, যেকোনো বিনিয়োগকারী স্টক এক্সচেঞ্জে সোনা লেনদেন করতে পারবেন।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন