Tata Motors: টাটার কমার্শিয়াল গাড়ির দাম বাড়ছে, ১ এপ্রিল থেকে নতুন মূল্য কার্যকর

বাণিজ্যিক গাড়ির দাম বাড়ানোর ঘোষণা করল টাটা মোটরস (Tata Motors)। আজ সংস্থার তরফে একটি বিবৃতিতে এ কথা জানানো হয়েছে। টাটার কর্মাশিয়াল ভেহিকেলের মডেল ও ভ্যারিয়েন্ট…

বাণিজ্যিক গাড়ির দাম বাড়ানোর ঘোষণা করল টাটা মোটরস (Tata Motors)। আজ সংস্থার তরফে একটি বিবৃতিতে এ কথা জানানো হয়েছে। টাটার কর্মাশিয়াল ভেহিকেলের মডেল ও ভ্যারিয়েন্ট অনুযায়ী ২% থেকে ২.৫% দাম বৃদ্ধি হবে। সামনের মাসের একেবারে প্রথম দিন অর্থাৎ ১ এপ্রিল থেকেই বর্ধিত মূল্য কার্যকর হবে।

টাটা মোটরস বিবৃতিতে বলেছে, স্টিল, অ্যালুমিনিয়াম, এবং অন্যান্য মূল্যবান ধাতু এবং উপাদানের দাম মাথাচাড়া দেওয়ার কারণে মূল্য বাড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করতে হয়েছে। একই সাথে রাশিয়া-ইউক্রেনের মধ্যে চলা যুদ্ধের কারণে কাঁচামাল আরও দামী হওয়ার ব্যাপার তো আছেই।

টাটা যোগ করেছে, উৎপাদন খরচ বৃদ্ধির ফলে যে চাপের সৃষ্টি হয়েছে, তার কিছুটা অংশ আমরা নিজেদের ঘাড়ে তুলে নিয়েছি‌ তবে ম্যানুফ্যাকচারিংয়ের বিভিন্ন পর্যায়ে অন্যান্য খরচ বাড়ানোর ফলে আমরা মূল্যবৃদ্ধির কিছুটা গ্রাহকদের সাথে ভাগ করে নিতে চলেছি‌। সে কারণেই বাণিজ্যাক গাড়ির দাম বাড়ানো হচ্ছে।

প্রসঙ্গত, টাটা সম্প্রতি তাদের বাণিজ্যিক গাড়ির পাশাপাশি যাত্রী গাড়িরও দাম বাড়িয়েছে। সংস্থার Nexon EV ও Tigor EV বৈদ্যুতিক গাড়ির দাম একধাক্কায় ২৫,০০০ টাকা করে বাড়ানো হয়েছে।