Top 5 Cars in March: গত মাসে বেস্ট সেলিং ৫টি গাড়ির তালিকায় মারুতির জয়জয়কার, টাটা পেল একটি স্থান

প্রতিবারের মত এ বছরের মার্চ মাসেও যাত্রীবাহী গাড়ি বিক্রিতে নিজের আধিপত্য বজায় রাখল মারুতি সুজুকি (Maruti Suzuki)। প্রভাব এতটাই যে বেস্ট সেলিং পাঁচটি গাড়ির মধ্যে চারটি হল এই সংস্থার। শুধু চতুর্থ স্থানটি দখল করেছে টাটা (Tata)। এই প্রতিবেদনে গত মাসে সর্বাধিক বিক্রিত পাঁচটি গাড়ির তালিকা রইল।

মারুতি সুজুকি ওয়াগনআর (Maruti Suzuki WagonR)

অন্যান্য মাসের মত মার্চেও দেশের জনপ্রিয়তম গাড়ির শিরোপা করায়ত্ত রেখেছে মারুতি সুজুকি ওয়াগনআর। গত মাসে ২৬,৬৩৪টি বিক্রির মধ্য দিয়ে তালিকার প্রথম স্থানটি দখল করেছে গাড়িটি। গত বছরের মার্চের তুলনায় বিক্রিবাটা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আবার এ বছরের ফেব্রুয়ারিতে ১৪,৬৬৯ ইউনিট বিক্রির হতাশা ঘুচিয়ে দিয়েছে মার্চ মাস।

মারুতি সুজুকি ডিজায়ার (Maruti Suzuki Dzire)

এসইউভি এবং হ্যাচব্যাক গাড়ি বেশি চাহিদায় থাকলেও বাজারে সাব-কম্প্যাক্ট সেডান হিসেবে তালিকার দ্বিতীয় স্থান Maruti Suzuki Dzire। গত মাসে ১৮,৬২৩ ইউনিট বিক্রি হয়েছে গাড়িটির। ২০২১-এর মার্চের (১১,৪৩৪টি) তুলনায় ৬৩% বেশি বিক্রি হয়েছে গত মাসে। আবার ২০২২-এর ফেব্রুয়ারির (১৭,৪৩৮টি) তুলনায় মার্চে বেশি বিক্রি হয়েছে এই গাড়ি।

মারুতি সুজুকি ব্যালেনো (Maruti Suzuki Baleno)

গত মাসে ১৪,৫২০ ইউনিট বিক্রয়ের মাধ্যমে তালিকার তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছে Maruti Suzuki Baleno। চলতি বছরের জানুয়ারিতে গাড়িটির নতুন সংস্করণ লঞ্চ করেছে মারুতি। মার্চের বিক্রি ফেব্রুয়ারির (১২,৫৭০টি) বেচাকেনাকেও হার মানিয়েছে। তবে গত বছরের এই সময়ের তুলনায় বিক্রিতে ৩২% পতন ঘটেছে ব্যালেনোর।

টাটা নেক্সন (Tata Nexon)

নেক্সন সাব কম্প্যাক্ট এসইউভি গাড়িটির কাঁধে ভর করে সম্প্রতি ভারতের প্রথম সারির অন্যতম গাড়ি নির্মাতা হিসেবে আত্মপ্রকাশ করেছে টাটা মোটরস (Tata Motors)। আবার গত মাসে ১৪,৩১৫টি বিক্রির মাধ্যমে দেশের সবচেয়ে জনপ্রিয় এসইউভি গাড়ির তকমা পেয়েছে এটি। ২০২১-এর মার্চের ৬৫% বেচাকেনা বেড়েছে নেক্সনের। আবার Tata Nexon-এর বৈদ্যুতিক গাড়িটিও দেশের সর্বাধিক বিক্রিত বৈদ্যুতিক গাড়ি।

মারুতি সুজুকি সুইফ্ট (Maruti Suzuki Swift)

ফেব্রুয়ারিতে সর্বাধিক বিক্রিত (১৯,২০২) গাড়ি Maruti Suzuki Swift এর মার্চে এসে হঠাৎই ছন্দপতন। এক ধাক্কায় অনেকটাই বিক্রি কমলো এই প্রিমিয়াম হ্যাচব্যাকের৷ গত মাসে মাত্র ১৩,৬২৩ বিক্রি হয়েছে। ফলে তালিকার পঞ্চম স্থানে জায়গা হয়েছে গাড়িটির। উল্লেখ্য, গত বছরের একই সময়ে গাড়িটির ২১,২১৭টি ইউনিট বিক্রি হয়েছিল।